গৃহবধূ থেকে ইউটিউবার! মাসে কত আয় করেন ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া?

মেদিনীপুর থেকে সোজা স্বামীর হাত ধরে আমেরিকায় পাড়ি! স্বামী ও সন্তানদের নিয়ে সেখানেই সুখের সংসার মহুয়া গাঙ্গুলীর। প্রবাসে কেমন সংসার করছেন, সেই সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে ভিডিও দিতে দিতেই ভাইরাল হয়ে যান এই বাঙালি গৃহবধূ। লোকে তাকে চেনে ‘প্রবাসে ঘরকন্না’র (Probashe Ghorkonna) মহুয়া নামে। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে তার ভিডিও? এই ভিডিও থেকেই তিনি মাসে কত আয় করছেন জানেন?

মেদিনীপুরের মেয়ে মহুয়ার বিয়ে হয় হালিশহরে। স্বামীর কর্মসূত্রে তাকে চলে যেতে হয় আমেরিকায়। প্রবাসে তার সেই ঘরকন্নার টুকরো টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে শুরু করেছিলেন মহুয়া। আমেরিকার মানুষদের জীবনযাত্রা, কোথায় কী নিয়ম, বাচ্চাদের পড়াশোনা থেকে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া, কীভাবে দৈনন্দিন সব কাজ হয়, এইসব নিয়ে সাধারণের মনেও কৌতুহল কিছু কম নেই। কাজেই মহুয়ার ভিডিওতে উপচে পড়ে ভিউ। তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। এর থেকেই বেশ মোটা টাকা রোজগারও করছেন মহুয়া।

Probashe Ghorkonna

বর্তমানে ইউটিউবে মহুয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাটা ১০ লক্ষ। সেই সঙ্গে ফেসবুকেও তার অনেক জনপ্রিয়তা। ইউটিউবে দিনে দিনে বাড়ছে তার সাবস্ক্রাইবারের সংখ্যাটা। ২০২৫ সালের প্রথম দুই সপ্তাহের মধ্যেই তার ৮ হাজার সাবস্ক্রাইবার বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ভিউ। ইউটিউবে যার যত সাবস্ক্রাইবার এবং ভিউ, তার পেমেন্টও তত বেশি। মহুয়ার সাবস্ক্রাইবার এবং ভিউ বিচার করলে বোঝা যায় প্রতিমাসে লাখ টাকার কাছাকাছি ইনকাম থাকে তার। ইউটিউবের ইনকামের এই সহজ হিসেবটা এবার বুঝে নিন।

আরও পড়ুন : বিদেশেও উজ্জ্বল হবে বাংলার মুখ! আন্তর্জাতিক স্তরে দেখানো হবে দেবের ‘খাদান’

Probashe Ghorkonna

আরও পড়ুন : ডিভোর্সের জল্পনার মাঝেই অন্তঃসত্ত্বা! ধুমধাম করে সাধ খেলেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা

বর্তমানে ইউটিউবাররা ভিউয়ের বিচারে ৪১১ ডলার থেকে ৯,৩০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা ৩৫ হাজার ৬২১ টাকা থেকে ৮ লক্ষ ৬ হাজার ২৪ টাকা পর্যন্ত। একজন ইউটিউবারের মাসিক রোজগার অন্ততপক্ষে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। যেসব ইউটিউবারের সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লক্ষের গণ্ডি পেরিয়েছে তাদের রোজগার মাসে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়। যাদের সাবস্ক্রাইবার রয়েছে ৫ লক্ষ, তাদের আয় হয় ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা। যাদের সাবস্ক্রাইবার ১০ লক্ষের গণ্ডি পেরিয়েছে, তারা প্রতি মাসে আরামসে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। অর্থাৎ এই হিসেবে থেকে মহুয়ার আয় সম্পর্কে আন্দাজ করা কঠিন নয়।