বিদেশেও উজ্জ্বল হবে বাংলার মুখ! আন্তর্জাতিক স্তরে দেখানো হবে দেবের ‘খাদান’

মুক্তির পথ থেকেই কার্যত একের পর এক মাইলস্টোন ছুঁয়ে চলেছে দেবের (Dev) সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা খাদান (Khadaan)। প্রথম মাকেই ১৫ কোটি টাকার উপর ব্যবসা করে ইতিমধ্যেই টলিউডকে রেকর্ড সাফল্য এনে দিয়েছে এই সিনেমা। তবে খাদানের এই সাফল্য শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আর। এবার আন্তর্জাতিক স্তরেও মুক্তি পাবে দেবের এই সিনেমা। দেশের সীমানা পেরিয়ে এবার বিদেশের মাটিও কাঁপাবেন দেব।

বড়দিনের সময় মুক্তি পেয়ে গতবছর টলিউডের সেরা রিলিজ সিনেমার মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে খাদান। ইতিমধ্যেই এই সিনেমা পুনে, মুম্বাই, দিল্লির মত বড় বড় শহরেও মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তির ঠিক এক মাসের মাথায় ছবিটি দুবাইতে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি দেব নিজের মুখেই জানিয়েছেন এই সুখবর। আগামী ২৫শে জানুয়ারি দুবাইয়ের সিনেমা হলগুলোতেও দেখা যাবে খাদান। খাদান মুক্তির আগে যেভাবে প্রচারের জন্য গোটা বাংলা ট্যুর করেছিলেন দেব, ঠিক একই পন্থা তিনি নিতে চলেছেন এর আন্তর্জাতিক রিলিজের জন্যেও।

Khadaan

সোশ্যাল মিডিয়াতে দেব লিখেছেন, ‘‘খাদান এখন আন্তর্জাতিক। দুবাইয়ে খাদানের গ্র্যান্ড আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। তৈরি হয়ে যান খাদানের আন্তর্জাতিক ট্যুরের জন্য। দুবাই আমরা ২৫ জানুয়ারি আসছি।’’ খাদানের এই সাফল্যে খুবই উৎসাহিত দর্শকরা। খাদানের এই জয়জয়কার কার্যত টলিউডকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাবে। এই সিনেমার পর ইন্ডাস্ট্রি আরও বড় বড় বাজেটের সিনেমা আনার সাহস পাবে। দেব ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন : খাদানে দেবের এই বিড়ি স্টান্টে ৫৫ বার ঠোঁট পুড়িয়েছেন দেব!

Kishori

আরও পড়ুন : শিবপ্রসাদ মুখার্জীর স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল! কাঠগড়ায় সুপারস্টার দেব

শুধু দর্শকদের প্রশংসা আর বক্স অফিসের ব্যাপক কালেকশনই নয়, সিনে সাংবাদিকদের বিচারে সেরা জনপ্রিয় সিনেমার পুরস্কার পেয়েছে খাদান। এই সিনেমার জন্যই সেরা জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেয়েছেন দেব। তবে শুধু দেব নন। দেবের সঙ্গে পাল্লা দিয়ে খাদানে অভিনয় করে নজর কেড়েছেন যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত, অনির্বাণ চক্রবর্তী এবং অন্যান্যরা। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকার টলিউডে এটাই প্রথম সিনেমা। দেবের সঙ্গে তার ‘কিশোরী’ গান বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড।