ডিভোর্সের জল্পনার মাঝেই অন্তঃসত্ত্বা! ধুমধাম করে সাধ খেলেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা

ডিভোর্স অতীত। ধুমধাম করে দ্বিতীয় প্রেগনেন্সির সাধ খেলেন নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। কলকাতার একটা নামি রেস্তোরাতে ধুমধাম করে পালন করা হলো তার সাধের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন টলিউডের নামিদামি তারকারা।

সম্প্রতি সাত মাসের সাধের অনুষ্ঠান পালন করলেন মানসী। লাল পাড় সাদা শাড়ি, চুলের খোঁপায় গোঁজা ফুল, গায়ে সোনার গয়না, মাতৃত্বের আভায় জেল্লা ফুটে বেরোচ্ছে হবু মায়ের চেহারায়। তার সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লবী শর্মা, অরিজিতা চক্রবর্তী, দীর্ঘই পালসহ বাংলা সিরিয়ালের একাধিক তারকা।

Manosi Sengupta

মানুষের ইতিমধ্যে একটি কন্যা সন্তান আছে। এবারেও আরও এক কন্যা সন্তান পাওয়ার ইচ্ছে তার মনে। তবে ছেলে হলেও এতটুকুও কষ্ট হবে না তার। তার দিকেও প্রেগনেন্সিতে কিছু ঝুঁকি রয়েছে। তাই কাজ করার ইচ্ছে থাকলেও বেশ কয়েক মাস আগেই তাকে বিরতি নিতে হয়েছে। আপাতত মানসীর ছোট্ট মেয়ে মায়ের খুব যত্ন নিচ্ছে। মাকে ওষুধ খাওয়ানো থেকে পায়ে মালিশ করে দেওয়া, এসব সেই করছে। আপাতত সুস্থভাবে সন্তানের জন্ম দিয়ে তারপরই আবার কাজের দুনিয়াতে ফিরবেন তিনি।

আরও পড়ুন : মরে গিয়েও বেঁচে ফিরল নায়ক! দুর্দান্ত চমক এল এই বাংলা সিরিয়ালে

Manosi Sengupta

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের বিপরীতে সিরিয়ালে ফিরছেন খেয়ালী মন্ডল

উল্লেখ্য, কিছুদিন আগেও মানসীর সংসার ভাঙার খবর ঘিরে তোলপাড় হয় টলিউডের অন্দর। মানসী যখন বলিউডে সিরিয়াল করতে গিয়েছিলেন তখন থেকেই নাকি স্বামীর অভিজিৎ ঘোষের সঙ্গে তার সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছিল। এমনকি তাদের সংসার ভেঙে যাবে বলেও শোনা যাচ্ছিল। মানসী নিজেই দিদি নাম্বার ওয়ানে এসে প্রকাশ্যে বলেছিলেন স্বামীর প্রতি কোনও টান তিনি অনুভব করেন না। তবে সেসব এখন অতীত। কলকাতায় ফিরতেই স্বামীর সঙ্গে তার সব মনোমালিন্য দূর হয়েছে। এখন দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে আবারও সুখী সংসার গড়ার স্বপ্ন দেখছেন অভিনেত্রী।