দেবের খাদান নয়, বহুরূপীও বাদ। সিনে সাংবাদিকদের বিচারে টলিউডের সেরা সিনেমা কোনটি? সেরা অভিনেতা-অভিনেত্রীই বা কারা? প্রকাশ্যে এল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (WBFJA Awards 2025) সেরার সেরা তালিকা।
এতে সেরা ছবির পুরস্কার পেয়েছে, মানিকবাবুর মেঘ। এই সিনেমার জন্যেই সেরা অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন। অযোগ্য সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সেরা সহ অভিনেতা শিলাজিৎ। আলাপের জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন স্বস্তিকা দত্ত।
পদাতিক সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন সৃজিত মুখার্জী। সেরা জনপ্রিয় সিনেমার পুরস্কার পেল দেবের খাদান। সেরা জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেলেন দেব। অথৈ সিনেমার জন্য সেরা খলনায়কের পুরস্কার পেলেন অনির্বাণ ভট্টাচার্য।
আরও পড়ুন : জিৎ-দেব সুপারস্টার হলেও অঙ্কুশ কেন সুপারস্টার হতে পারলেন না?
আরও পড়ুন : শাশুড়ির থেকে বড় জামাই! শাশুড়ি, বউয়ের সঙ্গে কাঞ্চনের বয়সে পার্থক্য কত?
যমালয়ে জীবন্ত ভানু সিনেমার জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পেলেন শাশ্বত চট্টোপাধ্যায়। খাদানের কিশোরী গানের জন্য সেরা পার্শ্ব গায়িকার পুরস্কার পেলেন অন্তরা মিত্র। ওই একই গানের জন্য সেরা পার্শ্ব গায়কের পুরস্কার পেয়েছেন রথীজিৎ ভট্টাচার্য। অযোগ্য সিনেমার কেউ জানবে না গানের জন্য সেরা গীতিকারের পুরস্কার পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সংগীত পরিচালকের সম্মান পেয়েছেন অমিত চট্টোপাধ্যায়। চলচ্চিত্র এখন সিনেমার জন্য সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত।