‘তারা রাম পামে’র সেই ছোট্ট মেয়েটা আজ কোথায়? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে

‘তারা রামপামে’র (Tara Ram Pam) ছোট্ট সেই মেয়েটি এখন কোথায়? রানী মুখার্জি এবং সইফ আলি খানের সেই সিনেমার ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলিনা ইদনানি (Angelina Idnani) এখন রীতিমতো সুন্দরী যুবতী।

শুধু তারা রামপাম নয়, পরে ফির হেরা ফেরি সিনেমাতে বিপাশা বসুর ভাইজির ভূমিকাতেও অভিনয় করেছিলেন অ্যাঞ্জেলিনা। বর্তমানে তিনি দুবাইয়ে রয়েছেন। এখন তাকে দেখলে চোখ সরাতে পারবেন না। বলিউড নায়িকার থেকে কম সুন্দরী নন তিনি।

Angelina Idnani

শুরুতে অবশ্য পড়াশোনা শেষ করে বলিউডে ফিরে আসার প্ল্যান করেছিলেন অ্যাঞ্জেলিনা। পরে সেই প্ল্যানিং তিনি ক্যান্সেল করেন। কিছুদিন পার্নিয়ার পপ আপ শোপে সিনিয়র মাচেন্ডাইজার হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা। এখন তিনি দুবাইয়ের অর্থনীতি এবং পর্যটন বিভাগের প্রজেক্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন।

আরও পড়ুন : এই মেয়ের জন্যই আজও অবিবাহিত সালমান খান! প্রকাশ্যে এল সেই নারীর পরিচয়

Angelina Idnani

আরও পড়ুন : রূপে লক্ষী গুণে সরস্বতী, বলিউড সুন্দরীদের থেকে কোনও অংশে কম নন অল্লু অর্জুনের স্ত্রী

আপাতত দুবাই ছেড়ে বলিউডে আসার কোনও প্ল্যান নেই অ্যাঞ্জেলিনার। তবে মানুষ যে তাকে ভোলেননি সেটা তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায়। ইনস্টাগ্রামে দেড় লক্ষের বেশি মানুষ ফলো করছেন অ্যাঞ্জেলিনাকে। লাইমলাইট থেকে দূরে থাকলেও এখনো মানুষের মনে রয়ে গিয়েছেন তিনি।