পুষ্পা ২ কিংবা স্ত্রী ২ নয়, ২০২৪ সালের সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা কোনটি জানেন? সম্প্রতি আইএমডিবি (IMDB) ২০২৪ সালের সব থেকে জনপ্রিয় ভারতীয় সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেরা দশের এই তালিকার মধ্যে জায়গা পেল কারা? জনপ্রিয়তার বিচারে প্রথম স্থানে রয়েছে কোন সিনেমা?
একের পর এক ধামাকা সিনেমা মুক্তি পেয়েছে ২০২৪ জুড়ে। দক্ষিণ থেকে বলিউড, বক্স অফিস মাতিয়েছে নতুন নতুন সিনেমা। তবে আইএমডিবি বিচারে ২০২৪ সালে ভারতের সবথেকে জনপ্রিয় সিনেমাটির নাম কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD)। ৫০০ কোটি টাকা বাজেটের এই তেলেগু সিনেমাটিই ২০২৪ সালে সবথেকে জনপ্রিয় সিনেমা।
এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে শ্রদ্ধা কাপুরের হরর কমেডি স্ত্রী ২। তৃতীয় স্থানে রয়েছে বিজয় সেতুপতির তামিল সিনেমা মহারাজা। চতুর্থ স্থানে রয়েছে অজয় দেবগন আর মাধবানের হরর ড্রামা শয়তান এবং হৃত্বিক রোশনের ফাইটার রয়েছে ৫ নম্বর স্থানে।
আরও পড়ুন : এই মাসে কোন কোন সিরিজ রিলিজ হচ্ছে? কবে কোনটা কোথায় দেখতে পাবেন?
আরও পড়ুন : ২০২৪ সালের সেরা সিরিয়াল কোনটি? দেখুন দর্শকের বিচারে সেরা সিরিয়ালের তালিকা
ষষ্ঠ স্থানে রয়েছে মালায়ালাম সারভাইভাল থ্রিলার মাঞ্জুমেল বয়েস। এছাড়াও ভুলভুলাইয়া ৩ এই তালিকাতে সপ্তম স্থান দখল করেছে। জনপ্রিয়তার বিচারে কিল সিনেমাটি রয়েছে অষ্টম স্থানে, সিংহম এগেইন রয়েছে নবম স্থানে এবং লাপতা লেডিস রয়েছে দশম স্থানে। কল্কির এই সাফল্যে পরিচালক নাগ অশ্বিন বলেছেন, “কল্কি ২৮৯৮ এডি-এর IMDb-এর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা হওয়ার খবর সত্যিই চমকে দেওয়ার মতো। দর্শকদের অমূল্য ভালবাসা ও সমর্থনের ফল। তালিকার শীর্ষে থাকাটা আমাদের জন্য এক বড় সম্মান।”