হৃত্বিক রোশনের (Hrithik Roshan) আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না রোশন পরিবারের এই সিক্রেট। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন একটি ডকুমেন্টারি সিরিজ দ্য রোশনস (The Roshans)। তাতে রোশন পরিবারের খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছে। শাহরুখ খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিন্টা, সোনু নিগম, সঞ্জয় লীলা বানসালির মত বলিউড তারকারা শেয়ার করেছেন রোশন পরিবারকে নিয়ে তাদের অভিজ্ঞতা।
হৃত্বিক রোশন বলিউডের অতি জনপ্রিয় সুপারস্টার পরিবারের ছেলে। তার বাবা রাকেশ রোশন ছিলেন একজন অভিনেতা তথা পরিচালক। কাকা রাজেশ রোশনও অভিনয় দুনিয়াতে নেমে ব্যর্থ হয়ে পরিচালনাতে হাত পাকিয়েছেন। তবে শাহরুখ খানের কথায় রাকেশ এবং রাজেশ ছিলেন বাস্তবের করণ ও অর্জুন। রাজেশ রোশনের মিউজিক্যাল ট্যালেন্টের প্রশংসায় আবার পঞ্চমুখ সঞ্জয় লীলা বানসালি এবং সোনু নিগম।
হৃত্বিকের ঠাকুরদা রোশনলাল নাগরথ ছিলেন বলিউডের মিউজিক ডিরেক্টর। তার ঠাকুমা ইরা নাগরথ ছিলেন অল ইন্ডিয়া রেডিওর গায়িকা। পরে হৃত্বিকের বাবা এবং কাকা তাদের বাবার নামটিকেই পদবী হিসেবে গ্রহণ করেন। আসলে রোশন নয়, নাগরথ ছিল রোশন পরিবারের আসল পদবী। বাবার নাম নেওয়ার পর হৃত্বিকের বাবা ও কাকার নাম হয় রাজেশ রোশন এবং রাকেশ রোশন। হৃত্বিকের নাম হয়ে যায় ঋত্বিক রোশন। নয়তো তার আসল নাম ছিল হৃত্বিক নাগরথ।
আরও পড়ুন : হৃতিক রোশন আসলে বাঙালি! ৯৯% মানুষ জানেনই না
আরও পড়ুন : পুষ্পা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান! কেন রাজি হননি অভিনেতা?
অন্যদিকে হৃত্বিকের সম্পর্কে বলতে গিয়ে সকলেই এক বাক্যে তাকে খুবই লাজুক প্রকৃতির বলেছেন। রাকেশ রোশন কোনদিনই ভাবতেই পারেননি তার ছেলে এত বড় অভিনেতা হবেন। অথচ হৃত্বিক তার প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হে’তেই বাজিমাত করে দেন। এমনই রোশন পরিবার সম্পর্কে অনেক তথ্য পাবেন এই ডকুমেন্টারিতে।