মাসে খরচ ২ লক্ষ টাকা, ভাইরাল নন্দিনীর (Viral Nandini) এসি রেস্তোরাঁয় খাবারের দাম কত? কী কী থাকে মেনুতে? নতুন এসি রেস্টুরেন্ট খুলে রীতিমত চর্চায় আছেন ভাইরাল নন্দিনী। ফুটপাতের দোকান ছেড়ে এখন তিনি কলকাতার বুকে দু-দুটি রেস্টুরেন্ট এখন তার। একটি এসি, অন্যটি নন এসি।
বর্তমানে একসঙ্গে দু-দুটি রেস্টুরেন্ট চালাচ্ছেন ভাইরাল নন্দিনী। নিউটাউনে এসি রেস্টুরেন্টটি খুলেছেন। ওইখানেই আশেপাশে রয়েছে নন্দিনীর আরেকটি টিনের ছাদের রেস্টুরেন্ট। দুটো রেস্টুরেন্টেরই খাবারের মান এক। তবে এসিতে বসে খেতে গেলে অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। আর খাবারের মেনু ও দাম? শুনে নিন।
নন্দিনীদির দোকানে ভেজ থালির মূল্য ১০০ টাকা। মেনুতে থাকে দেরাদুন রাইসের ভাত, আলু ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, মুগের ডাল, আলু-বেগুন-বড়ির তরকারি এবং ফুলকপি আলুর তরকারি।
আরও পড়ুন : লজ্জা-শরমের মাথা খেয়ে হবু বরের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ নন্দিনী, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন : টুকে টুকে গান বানিয়েছেন নচিকেতা! নচিকেতার বিরুদ্ধে বিস্ফোরক গায়ক সিধু
নন্দিনীর রেস্টুরেন্টে মটন থালিও পাওয়া যায়। তাতে থাকবে ডাল, ভাজা, সবজি। কিন্তু ২ পিস মাটন সহ গোটা প্লেটের দাম পড়বে ২৩০ টাকা। এটা নন্দিনীর এসি রেস্টুরেন্টের মটন থালির দাম। তার অন্য নন এসি হোটেলে মটন থালির দাম পড়ে ২০০ টাকা। তবে এই দুটি রেস্টুরেন্টেই কাগজের থালায় খাবার পরিবেশন হয়। কাঁচের থালায় নয়।