টুকে টুকে গান বানিয়েছেন নচিকেতা! নচিকেতার বিরুদ্ধে বিস্ফোরক গায়ক সিধু

টুকে টুকে গান বানান নচিকেতা! ‘রাজশ্রী’র পর এবার নচিকেতার ‘নীলাঞ্জনা’ গানের বিরুদ্ধেও উঠলে ভয়ংকর অভিযোগ। একের পর এক গান কপি করার অভিযোগ উঠছে নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন বাংলারই অপর এক জনপ্রিয় গায়ক সিধু (Sidhu)।

সম্প্রতি সিধু একটি পডকাস্ট শোতে নচিকেতার নীলাঞ্জনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন নচিকেতার অনেক গানই অন্য গান থেকে ‘অনুপ্রাণিত’। তার জীবনের সবথেকে বড় হিট গান ‘নীলাঞ্জনা’ বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের ‘দিন যায় দিন চলে যায়’ গানের থেকে অনুপ্রাণিত। সিধুর এই দাবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তার দাবি, বড় বড় শিল্পীরাও অন্যের থেকে সুর নেন। অঞ্জন দত্তও নিয়েছেন। কিন্তু তারা সেটা স্বীকার করেন। নচিকেতা নাকি সুর নিয়েও স্বীকার করেন না।

Nachiketa Chakraborty

শুধু তাই নয়, নচিকেতার নীলাঞ্জনা গানের তৃতীয় ভার্সনটিও নাকি একটি স্প্যানিশ গানের অনুকরণে বানানো। যদিও নচিকেতা এসব মেনে নিয়েই বলেছেন নীলাঞ্জনার সুর একটি ওয়েস্টার্ন মিউসিকের প্রগ্রেশন। বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডটিও সেখান থেকেই সুরটি নিয়েছিল। আরও অনেকেই এই সুর ব্যবহার করেছেন।

আরও পড়ুন : লোক ঠকাচ্ছে কেয়া শেঠ! চড়া দামে বিক্রি হচ্ছে নকল শাড়ি! প্রকাশ্যে এল বিস্ফোরক অভিযোগ

Nachiketa Chakraborty

আরও পড়ুন : ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা! শিবপ্রসাদকে অকথ্য গালিগালাজ দেব ভক্তদের, এলো পাল্টা জবাব

উল্লেখ্য, নচিকেতার বিখ্যাত রাজশ্রী গান নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তোলপাড় হয়েছিল কিছুদিন আগে। জনৈক নেটিজেন স্প্যানিশ ভাষার একটি গানের ভিডিও দিয়ে প্রমাণ করেছিলেন নচিকেতার এই বিখ্যাত গান তার নিজের ক্রিয়েশন নয়। তিনি এই গানের সুর নিয়েছেন বিদেশি সংগীত থেকে। তারপরেই এটা নিয়ে চর্চা শুরু হয়। এবার ফের গায়ক সিধুও নচিকেতার বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন।