টলিউড ছেড়ে ছোট পর্দায় ফিরছেন বেঙ্গল টপার নায়িকা! আসছে নতুন সিরিয়াল?

মিঠাইয়ের (Mithai) পর আবার জি বাংলায় ফিরছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টলিউড ছেড়ে আবার টেলিভিশনের পর্দায় ফিরবে সকলের প্রিয় মিঠাই রানী। কবে? কোন সিরিয়ালে? এলো বড় আপডেট।

মিঠাই সিরিয়াল থেকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর সরাসরি টলিউডের দরজা খুলে যায় সৌমিতৃষার জন্য। তাও আবার দেবের হাত ধরে, প্রধান সিনেমার নায়িকা হিসেবে। সদ্য তার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি মুক্তি পেয়েছে হইচইতে। সেখান থেকেও ভালো সাড়া পাচ্ছেন অভিনেত্রী। এবার ফের ঘরের মেয়ে ফিরবেন ঘরে। জি বাংলাতেই আবার দেখা যাবে সৌমিতৃষাকে।

Soumitrisha Kundu

কিন্তু সিরিয়াল নয়, জি বাংলার নতুন একটি শোয়ের সঞ্চালিকা হিসেবে দর্শকরা এবার দেখবেন সৌমিতৃষাকে। সেই নতুন শোয়ের নাম ডিয়ার ডিসেম্বর। আগামী ২৯ শে ডিসেম্বর জি বাংলার পর্দায় বিশেষ এই অনুষ্ঠানের সম্প্রচার হবে। নতুন এই প্রজেক্ট নিয়ে খুব এক্সাইটেড মিঠাই রানী। সোশ্যাল মিডিয়াতে নিজেই ভক্তদের জানিয়েছেন এই সুখবর।

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেছেন, “আমি ঠিক একবছর পর জি বাংলার পর্দায় ফিরছি। আগের বছর ডিসেম্বরে আমি আমার ছবির প্রোমশনের জন্য জি বাংলায় গিয়েছিলাম। সেটা ছিল সম্ভবত ২২ ডিসেম্বর ছিল। এখন আবার প্রায় ১ বছর পর জি বাংলার হাত ধরে ছোট পর্দায় আসছি আমি। ‘ডিয়ার ডিসেম্বর’ নামে একটি মিউজিক্যাল শোয়ের জন্য। আমি মূলত এই ইভেন্টে সঞ্চালিকা হিসেবে থাকব। দ্বিতীয়বারের জন্য আমি কোনও শো হোস্ট করতে চলেছি। একবছর শুভশ্রীদি(শুভশ্রী গঙ্গোপাধ্যায়) ও অঙ্কুশদা (অঙ্কুশ হাজরা) ‘সোনার সংসার’ হোস্ট করেছিলেন। আমি সেই বছর খুব অল্প সময়ের জন্য সঞ্চালনা করে ছিলাম। আর এটা দ্বিতীয় বারের জন্য শো হোস্ট করতে চলেছি জি বাংলায়।

আরও পড়ুন : কত টাকার মালিক সুপারস্টার দেব?! ঘুরে দেখুন দেবের বাড়ির অন্দরমহল

SOUMITRISHA KUNDU

আরও পড়ুন : খোলামেলা পোশাকে উপচে পড়ছে যৌবন! দেবচন্দ্রিমার ছবি দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

সৌমিতৃষা আরও বলেছেন, “এই শোয়ে গান, নাচ, র‍োম্যান্স, হাসি-মজা সবটা থাকবে। আপনাদের পছন্দের তারকারাও থাকবেন। ফলে সবটা মিলিয়ে আশাকরি আপনাদের খুব ভালো লাগবে। আমি নিজেও খুব এক্সসাইটেড কারণ ১ বছর পর জি বাংলার পর্দায় নিজেকে দেখতে পাব। এই অনুষ্ঠান, আমার সঞ্চালনা কেমন লাগলো সবটা আমাকে জানাতে ভুলবেন না।”