৬ মাসেই বন্ধের মুখে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল। টিআরপির অভাবে গল্প অসমাপ্ত রেখেই সিরিয়ালটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। সিরিয়ালের নাম পুবের ময়না। গৌরব রায় চৌধুরী এবং ঐশানি দে অভিনীত এই সিরিয়াল প্রথম থেকেই তেমন টিআরপি তুলতে পারছিল না। শেষ পর্যন্ত টিআরপিতে পিছিয়ে পড়ার কারণে পুবের ময়না (Puber Moyna) বন্ধই করে দেওয়া সিদ্ধান্ত হল।
টিআরপিতে ভালো ফলাফল করতে না পারার কারণে ৬ মাসের মধ্যে ২ বার সিরিয়ালটির স্লট বদলানো হয়েছে। কিন্তু কিছুতেই কোনও লাভ হয়নি। প্রথমে সন্ধ্যা ৬ টার সময় সম্প্রচার শুরু হয় এই সিরিয়ালের। তারপর স্লট বদলে বিকেল ৫.৩০টার সময় সরিয়ে দেওয়া হয় সিরিয়ালটিকে। কিন্তু দুই শালিকের কাছেও বারবার স্লট হারিয়ে আবারও স্লট ছেড়ে দিতে হয়েছে পুবের ময়নাকে। এখন এই সিরিয়ালের সম্প্রচার হয় দুপুরের সময়। এবার পাকাপাকিভাবে বন্ধ হবে পুবের ময়না।
রোদ্দুর এবং ময়নার বিয়ের মধ্যে দিয়ে হ্যাপি এন্ডিং দেখিয়ে সিরিয়ালের গল্প শেষ করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই সিরিয়ালের অন্তিম দিনের শুটিং হয়ে গিয়েছে। ধারাবাহিক বন্ধ হয়ে যাবে এই কঠিন সত্যিটা মেনে নিয়েই শেষ দিনের শুটিংয়ে কলাকুশলীরা সকলে মিলে হাসিমুখে পোজ দিয়ে ছবিও তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেই সিরিয়াল বন্ধের খবর জানিয়েছেন কলাকুশলীরা।
আরও পড়ুন : আর নয় বাংলা সিরিয়াল! বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালে পা রাখলেন স্টার জলসার এই অভিনেত্রী
আরও পড়ুন : যোগ্যতা থাকতেও মিলছে না কাজ! বিস্ফোরক অভিযোগ অনিন্দ্য চক্রবর্তীর
রোদ্দুরের বিয়ে দিয়েই কার্যত শুরু হয়েছিল এই সিরিয়ালের গল্প। কিন্তু পাত্রী বিয়ের দিন পালিয়ে যাওয়াতে ময়নার সঙ্গে তার বিয়ে হয়। গল্পের শেষটাও হচ্ছে রোদ্দুর এবং ময়নার বিয়ে দেখিয়ে। কিন্তু তাতে থাকবে বেশ কিছু চমক। সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গেলেও অন্তিম সম্প্রচার কবে হবে তা জানা যায়নি। তবে ডিসেম্বর মাসের শেষে কিংবা জানুয়ারির শুরুতে সম্ভবত এই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে।