৭ মাস ধরে হাতে কোনও কাজ নেই। চরম হতাশায় ভুগছেন অভিনেতা অনিন্দ্য চক্রবর্তী (Anindya Chakraborty)। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেতা বিগত কয়েক দশক ধরে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। তবুও নাকি তার হাতে কাজ নেই। শেষবার বধুয়া সিরিয়ালে অভিনয় করেছিলেন অনিন্দ্য। তাও সেই ৭ মাস আগে। তারপর আর কোনও প্রস্তাব পাননি অভিনেতা।
অগ্নিপরীক্ষা থেকে বঁধুয়া, একাধিক সিরিয়াল রয়েছে অনিন্দ্যের ঝুলিতে। কিন্তু তাকেও নাকি কাজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনিন্দ্যেরও পরিস্থিতি অনেকটা কে আপন কে পর, দীপ জ্বেলে যাই, এই পথ যদি না শেষ হয় এর মত বাংলা সিরিয়ালের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্তের মতই। যিনি কাজের অভাবে পরিচালনা ছেড়ে বর্তমানে ফুটপাতে খাবারের দোকান চালাচ্ছেন।
সম্প্রতি অয়নের ওই খাবারের দোকানে হাজির হয়েছিলেন অনিন্দ্য। তখনই তিনি বলেন, “সাত মাস কাজ নেই। আমার মত এমন অনেকে রয়েছেন। প্রথমে শুনলে অনেকেই হাসে। কিন্তু কেন কাজ পাচ্ছে না সেই উত্তর কারও নেই।” স্বাভাবিক ভাবেই অনিন্দ্যর কথা শুনে অবাক হয়েছেন নেট নাগরিকদের একাংশ। তবে টলিউডের এই পরিস্থিতির খবর বারবার প্রকাশ্যে আসছে। জনপ্রিয় অভিনেতা থেকে পরিচালক, অনেকের হাতেই এখন কাজ নেই। বিকল্প পেশার সন্ধানে থাকতে হচ্ছে তাদের।
আরও পড়ুন : ইংরেজিতে মুক্তি পেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
আরও পড়ুন : বদলে গেল রাঙ্গামতি তীরন্দাজের নায়ক! বদলে এলেন জনপ্রিয় এই অভিনেতা
বর্তমানে স্টার জলসার গীতাএলএলবি সিরিয়ালে অভিনয় করছেন অয়ন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছিলেন সংসার চালাতে স্ত্রীর সঙ্গে মিলে খাবারের দোকান দিয়েছেন তিনি কলকাতার বুকে। সিনে জগতের আর্টিস্টদের এমন দুর্দশা প্রকাশ্যে আসছে বারবার। কিন্তু এর সমাধান মিলছে না। অভিনয় যাদের পেশা, তাদের অনেকেরই এখন সংসার চালানোর জন্য অন্য কাজ করতেই হচ্ছে।