সুর-তালের জ্ঞান নেই, রীতিমত বেসুরো কন্ঠে গান গেয়ে ট্রোলের শিকার হলেন দুই শালিক (Dui Shalik) সিরিয়ালের ঝিলিক ওরফে নন্দিনী দত্ত (Nandini Dutta)। অভিনয়টা বেশ ভালো পারলেও গানটা তার একেবারেই আসে না। তবুও ভক্তদের আবদার তো রাখতেই হবে। মাচা শো অনুষ্ঠানে গিয়ে বেসুরে গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে হাসির পাত্র হলেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নন্দিনীর একটি মাচা শোয়ের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়ে। তাতে দেখা যায় কালো জিন্স এবং কালো জ্যাকেট পরে দুই পৃথিবী সিনেমার ‘পেয়ারেলাল’ গানটি গাইছেন তিনি। তবে গান গাইতে একেবারেই অপটু নন্দিনী। সুর-তালের পিন্ডি চটকে নন্দিনী এমন গান গাইলেন যে শুনে কানে আঙ্গুল চাপা দিচ্ছেন নেট নাগরিকরা।
কেউ লিখছেন, গান গাওয়ার মত ভুল কাজ আর করবেন না। আবার কেউ প্রশ্ন করছেন, এইভাবে গানের অপব্যবহার করার কী দরকার ছিল? কেউ আবার লিখছেন এমন বাজে গান গাওয়ার জন্য নন্দিনীকে অস্কার দেওয়া উচিত। তো কারও মন্তব্য, এসব গান শুনলে শরীর খারাপ হয়ে যায়।
আরও পড়ুন : ইংরেজিতে মুক্তি পেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
আরও পড়ুন : আর নয় বাংলা সিরিয়াল! বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালে পা রাখলেন স্টার জলসার এই অভিনেত্রী
যদিও সোশ্যাল মিডিয়ার এই সমালোচনায় কান দিতে নারাজ তিনি। তার কথায় তিনি গায়িকা নন। ভালো গান গাইতে পারেন না ঠিকই, কিন্তু তার গান দর্শকরা সেদিন পছন্দ করেছিলেন। তার সঙ্গে সুরও মিলিয়ে ছিলেন। তিনি অভিনেত্রী। অভিনয়টা বেশ ভালই পারেন। কিন্তু গান তার ফিল্ড নয়। যদি অভিনয় নিয়ে কেউ কিছু বলতেন, তাহলে ভেবে দেখতেন নন্দিনী। কিন্তু তার গানের ব্যাপারে যে সমালোচনা চলছে, তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন নন্দিনী।
View this post on Instagram