খাদান নাকি সন্তান, কার আয় কত? বক্স অফিসের দৌড়ে এগিয়ে কে?

দেবের খাদান (Khadaan) নাকি রাজ-শুভশ্রীর সন্তান (Shontaan), বক্স অফিস কালেকশনের নিরিখে কোন সিনেমা কত আয় করলো? প্রকাশ্যে এলো মুক্তির পর প্রথম ৪ দিনের রিপোর্ট। তাতে অবিশ্বাস্য ফল করেছে এই দুটি সিনেমাই। দর্শকদের থেকে বেশ ভালই সাড়া পাচ্ছে খাদান এবং সন্তান। কিন্তু বক্স অফিস কালেকশনের বিচারে এখনও পর্যন্ত কার পাল্লা বেশি ভারী? দেখুন।

মুক্তির আগে থেকেই কার্যত খাদান এবং সন্তানের মধ্যে রেষারেষি শুরু হয়েছে। তবে সন্তানকে গুনে গুনে গোল দিচ্ছে খাদান। মুক্তির প্রথম চার দিনে খাদানের ১০০ টিরও বেশি শো হাউসফুল। অন্যান্য শোগুলোও প্রায় ফুল। তুলনায় একটু পিছিয়ে চলছে সন্তান। আর বক্স অফিস কালেকশন? সেই রিপোর্ট দেখলে তাক লেগে যাবে।

Shontaan

মুক্তির পর প্রথম দিনেই সন্তান তুলেছে ০.১১ কোটি টাকা। দ্বিতীয় দিনে ০.১৮ কোটি টাকা, তৃতীয় দিনের ০.৩১ কোটি টাকা ও চতুর্থ দিনের আয় ০.১২ কোটি টাকা। অন্যদিকে খাদান প্রথম দিনেই ৬৮ লক্ষ টাকা ঘরে তুলেছে। দ্বিতীয় দিনে ৭৬ লক্ষ টাকা, তৃতীয় দিনে এক লাফে আয় বেড়ে হয়েছে ২.৫৬ কোটি টাকা। চতুর্থ দিনে ০.৫৭ কোটি টাকা আয় করেছে খাদান। চারদিনে খাদানের মোট আয় ৩.১৩ কোটি টাকা।

আরও পড়ুন : সেলফি তুলতে গিয়ে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! ‘খাদান’ সিনেমার এই অভিনেত্রী আসলে কে?

Khadaan

আরও পড়ুন : বছরের সেরা আয়ের বাংলা সিনেমা এইগুলো, না দেখলেই চরম মিস

দেবের বহু আশা রয়েছে এই সিনেমাটিকে নিয়ে। সিনেমাটি দর্শকদের থেকে যেমন সাড়া পাচ্ছে, আগামীদিনেও এই ধারা অব্যাহত থাকলে বাংলা সিনেমার ভোল পাল্টে যাবে। তবে খাদান এবং সন্তান ছাড়াও একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও দুটো সিনেমা, চালচিত্র এবং ৫ নম্বর স্বপ্নময় লেন। এই দুটো সিনেমারও বক্স অফিস কালেকশন খুব একটা খারাপ নয় বলেই জানা যাচ্ছে আপাতত।