বদলে গেল স্টার জলসার (Star Jalsha) রাঙ্গামতি তীরন্দাজ (Rangamati Tirandaj) সিরিয়ালের নায়ক। একই সঙ্গে গল্পে আসতে চলেছে নতুন টুইস্ট। নীলাঙ্কুরের বদলে এবার নতুন নায়ক তবে কে? এই নিয়ে জোরদার চর্চা চলছে রাঙ্গামতির ভক্তদের মধ্যে। রাঙ্গামতির উড়ান বাবুর জায়গা নিতে আসছে কে?
মাত্র কয়েক সপ্তাহ আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং মনীষা মন্ডল। অল্প কিছুদিনের মধ্যেই সিরিয়ালটি বেশ ভালো সাড়া পাচ্ছে দর্শকদের থেকে। টিআরপিতে ও বেশ ভালই ফলাফল করছে। যদিও বিপরীতে জি বাংলার ফুলকিকে টপকে স্লট জিততে পারছে না। তবে রাঙামতি তীরন্দাজকে নিয়ে বেশ আশাবাদী চ্যানেল। সেই কারণেই গল্পে আসছে নতুন টুইস্ট।
সিরিয়ালের নতুন প্রোমো অনুসারে রাঙামতিকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা একটি বহুতলকে টার্গেট করে মূল্যবান গয়নার ডাকাতির জন্য। এর সঙ্গে দুষ্কৃতিদের কবলে পড়ে যায় রাঙামতির উড়ান বাবুও। কিন্তু ওই দুষ্কৃতিদের আটকাতে মরিয়া রাঙামতি। তাকেই সাহায্য করবেন নতুন পুলিশ অফিস। আর এই চরিত্রের জন্যই গল্পে প্রবেশ করছেন নতুন নায়ক।
আরও পড়ুন : আর নয় বাংলা সিরিয়াল! বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালে পা রাখলেন স্টার জলসার এই অভিনেত্রী
আরও পড়ুন : ইংরেজিতে মুক্তি পেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত অভিনেতা রাজিব বোস এই গল্পে এন্ট্রি নিতে চলেছেন এক পুলিশ অফিসারের ভূমিকায়। রাঙ্গামতির জীবনে নতুন এই পুলিশ অফিসারের এন্ট্রি কোন মোড় নেবে সেটাই এখন দেখার। তবে আগামীদিনে গল্প যে নতুন মোড় নিতে চলেছে তা নিশ্চিত। রাঙামতির জীবন এবার কোন দিকে মোড় নিতে চলেছে? কোন নতুন চমক অপেক্ষা করে আছে দর্শকদের জন্য? জানতে হলে দেখতে থাকুন রাঙ্গামতি তীরন্দাজ সিরিয়ালটি।