আর নয় বাংলা সিরিয়াল। এবার হিন্দি সিরিয়ালে পা রাখতে চলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Basak)। শ্রীময়ী, গুড্ডি থেকে চিনি, বাংলাতে একের পর এক সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এবার হিন্দি সিরিয়ালে নাম লেখাতে চলেছেন মধুরিমা। তার সামনে এলো এক বড় সুযোগ।
ইতিমধ্যেই বাংলার বেশ কিছু সিরিয়ালের অভিনেত্রীরা মুম্বাইতে চুটিয়ে কাজ করতে আরম্ভ করেছেন। অঙ্কিতা চক্রবর্তী, অদ্রিজা রায়, মানসী সিনহা, দেবচন্দ্রিমা সিংহ রায়দের পর এবার পালা মধুরিমার। হিন্দির কালার্স চ্যানেলের দূর্গা সিরিয়ালে সুহানির ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এখানেও তাকে নেতিবাচক চরিত্রেই দেখা যাচ্ছে। বাংলা সিরিয়ালের আরেক অভিনেতা ঋষি কৌশিকও ছিলেন এই সিরিয়ালে।
মোহর, গুড্ডি সিরিয়ালের শিরিন, শ্রীময়ী থেকে চিনির অপলা, খলনায়িকার ভূমিকায় বারবার বাংলা সিরিয়ালের পর্দায় ম্যাজিক সৃষ্টি করেছেন মধুরিমা। কিছুদিন আগেই তার অভিনীত শেষ বাংলা সিরিয়াল চিনির সম্প্রচার শেষ হয়েছে। আর তারপরই তিনি পাড়ি দিলেন মুম্বাইতে। ইতিমধ্যেই এই মেগার সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। মধুরিমা বেশ কিছুটা শুটিংও করে ফেলেছেন।
আরও পড়ুন : বাংলা সিরিয়ালে নায়িকারা স্বামীকে ‘বাবু’ বলে ডাকে কেন?
আরও পড়ুন : সুচিত্রা সেনের ডুপ্লিকেট! জি বাংলার নায়িকাকে দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া
শুধু সিরিয়াল নয়, মধুরিমা বর্তমানে সিনেমা এবং সিরিজেও চুটিয়ে কাজ করছেন। সুজিত মুখার্জির এক্স = প্রেম, জেন্টলম্যান সিনেমাতে তিনি অভিনয় করেছেন। জেন্টলম্যান নামের একটি টিভি সিরিজেও তাকে দেখা গিয়েছে যেটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এখন তার সামনে গোটা দেশের দর্শকের কাছে নিজেকে তুলে ধরার সুযোগ এসেছে। তাহলে কি আর বাংলা সিরিয়ালে ফিরবেন না মধুরিমা? এই প্রশ্ন এখন ঘুরছে তার ভক্তদের মনে।