পরোটা বিক্রেতা ভাইরাল রাজুদার স্ত্রীকে চেনেন? জানেন কত সুন্দরী তিনি? ভাইরাল রাজুদার পাশাপাশি এবার রাজুর স্ত্রীকে নিয়েও তোলপাড় হল সোশ্যাল মিডিয়া। এবার টিভির পর্দায় সস্ত্রীক হাজির হলেন রাজুদা। অংশ নিলেন সান বাংলার নতুন গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভে।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল ফুড ভ্লগারের দেখা মেলে। এই মুহূর্তে রাজুদার তেল ছাড়া পরোটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। রোজ রীতিমতো লাইন দিয়ে মানুষ আসেন এই পরোটা খেতে। আগে ২০ টাকায় পরোটা বেচতেন রাজুদা। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাম বেড়ে হয়েছে ৩০ টাকা। কিন্তু এতে সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা কমেনি। ফেসবুক খুললেই শুধু কোথায় আছে তার ভিডিও দেখা যায়। তবে জনপ্রিয়তা যেমন আছে তেমন খ্যাতির বিড়ম্বনাও হজম করতে হয়। ফুড ভ্লগারদের জ্বালাতনে শিয়ালদার যে মার্কেটে এতদিন পরোটা বিক্রি করতেন তিনি সেখান থেকে তাকে সরে যেতে হয়েছে। কিন্তু এখন তিনি যেখানে পরোটা বিক্রি করছেন, সেখানেও উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। এহেন রাজুদা মোবাইলের পর্দা ছেড়ে সরাসরি টিভির পর্দায় এসে হাজির। তাও আবার স্ত্রীকে সঙ্গে নিয়ে।
সম্প্রতি সান বাংলাতে শুরু হয়েছে নতুন একটি গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। সঞ্চালনা করছেন সুদীপ্তা চক্রবর্তী। এই গেম শোয়ের একটি এপিসোডে ভাইরাল দাদাবৌদিরা উপস্থিত ছিলেন। রাজুদা যেমন তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন, তেমনই বিরিয়ানি বিক্রেতা আমেরিকান দাদা এবং খিচুড়ি বিক্রি করে ভাইরাল অরুণদাও হাজির হয়েছিলেন। এখানেই প্রথমবার দেখা মিলল রাজুদার লক্ষ্মী অর্থাৎ অপর্ণার। দুজনে মিলে খেলায় অংশ নিয়েছিলেন তারা।
আরও পড়ুন : বলিউডের এই নায়িকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি, পরিচয় জানলে চমকে যাবেন
আরও পড়ুন : হোম ডেলিভারি করে সংসার চালাচ্ছেন স্ত্রী! ‘ব্যর্থতার বোঝা’ নিয়ে হতাশ কবি জয় গোস্বামী
এদিনের অনুষ্ঠানে হলুদ রঙের শাড়ি এবং পাঞ্জাবি পরে এসেছিলেন দুজনে। খেলার শুরু থেকে অবশ্য রাজুদা এবং তার স্ত্রী অপর্ণা এগিয়েছিলেন। কিন্তু শেষ রাউন্ডে বাজিমাত করে বেরিয়ে যান দীপঙ্কর এবং তার স্ত্রী। জয়ের পরেও আমেরিকান দাদা একটি সাক্ষাৎকারে বলেন, “কালকের দিনটা খুব মজাতে কাটিয়েছিলাম। আমরা জিতলেও প্রকৃত রূপে জয়ী হয়েছিল রাজুদা এবং অপর্ণা বৌদি।”