বলিউড নায়িকাদের তুলনায় কম সুন্দরী নন অল্লু অর্জুনের (Allu Arjun) স্ত্রী। ব্লকবাস্টার সিনেমা রিলিজ তো ছিলই, তার উপর আবার সম্প্রতি গ্রেফতার হওয়াতে অল্লু অর্জুনের প্রসঙ্গ এখন মানুষের মুখে ফিরছে। তবে ছাড়াও পেয়েছেন অভিনেতা। ছাড়া পেয়ে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অল্লু অর্জুনের স্ত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছে। অল্লুর স্ত্রীকে নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অল্লু অর্জুনের স্ত্রীকে চেনেন?
অল্লু অর্জুনের স্ত্রীর নাম স্নেহা রেড্ডি (Sneha Reddy)। তাদের লাভ স্টোরি কোনও সিনেমার তুলনায় কম নয়। বিদেশে এক বন্ধুর বিয়েতে গিয়ে প্রথম স্নেহার সঙ্গে অর্জুনের আলাপ হয়। প্রথম দেখাতেই স্নেহাকে ভালো লেগে যায় অল্লুর। বিভিন্ন সাক্ষাৎকারে তাদের প্রেম কাহিনী সম্পর্কে খোলাখুলিই কথা বলেন অভিনেতা। তার কথায়, স্নেহাকে দেখে তিনি বুঝতে পেরেছিলেন লাভ অ্যাট ফার্স্ট সাইট কাকে বলে।
তবে বিয়ে বাড়ির সেই আলাপ সেখানেই থমকে গিয়েছিল প্রথমে। বিশেষভাবে কিছু এগোয়নি তাদের মধ্যে। পরে ২০১১ সালের ৬ ই মার্চ হায়দ্রাবাদে ধুমধাম করে বিয়ে করেন স্নেহা এবং অল্লু। স্নেহা পেশায় একজন ইঞ্জিনিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলেন তিনি। তারপর কম্পিউটার সায়েন্স নিয়ে তিনি স্নাতকোত্তর হন।
আরও পড়ুন : বিক্রান্ত মাসে একা নন! অকালে বলিউড ছেড়েছিলেন এই ৫ তারকাও
আরও পড়ুন : সামান্থা, শোভিতা শুধু নয়, এই অভিনেত্রীদের সঙ্গেও সম্পর্কে ছিলেন নাগা চৈতন্য
বিয়ের পর প্রথম এক বছরেই স্নেহা এবং অল্লুর সংসার ভাঙ্গার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সেসব কিছুই হয়নি। ২০১৪ সালের ৪ ঠা এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন স্নেহা। ছেলের নাম তারা রেখেছেন অল্লু আইয়ান। ২০১৬ সালের ২১ শে নভেম্বর তাদের সংসারে আসে ছোট্ট কন্যা সন্তান, অল্লু আরহা। বর্তমানে স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন অভিনেতা।