বদলে গেল জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালের স্লট, জেনে নিন নতুন টাইম স্লট

প্রত্যেক সপ্তাহেই স্লট হারিয়ে পিছিয়ে পড়ছে। বিপরীতে মাত দিচ্ছে স্টার জলসা। তাই এবার পাকাপাকিভাবে দু-দুটি ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল জি বাংলা (Zee Bangla)। বিগত বেশ কয়েক মাস ধরে জি বাংলার সন্ধ্যে ছটার প্রাইম টাইমে ভালো টিআরপি দিতে পারছিল না পুবের ময়না (Puber Moyna)। যে কারণে কিছুদিন আগেই স্লট বদল হয়েছিল সিরিয়ালের। কিন্তু তাতেও কিছু ফল হয়নি।

স্টার জলসার তেঁতুল পাতার কাছে ক্রমাগত স্লট হারাচ্ছিল পুবের ময়না। যে কারণে কিছুদিন আগেই জি বাংলার টাইম স্লটে কিছু পরিবর্তন আনা হয়। সন্ধে ছটার বদলে বিকেল সাড়ে পাঁচটার সময় সম্প্রচারিত হতে থাকে পুবের ময়না।‌ কিন্তু স্টার জলসার নতুন সিরিয়াল দুই শালিক শুরু হওয়ার পর থেকে সেখানেও ক্রমাগত ধাক্কা খাচ্ছে এই সিরিয়াল। তাই আরও একবার এই সিরিয়ালের স্লট বদলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চ্যানেল।

Puber Moyna

সন্ধ্যা থেকে বিকেল, এখন আবার বিকেল থেকে দুপুরের স্লটে নামিয়ে দেওয়া হল পুবের ময়নাকে। জি বাংলার অমর সঙ্গী সিরিয়ালের সময় সম্প্রচারিত হবে এই সিরিয়ালটি। তবে কি বন্ধ হয়ে যাবে অমরসঙ্গী? না এখনই এমন কোন সিদ্ধান্ত নিচ্ছে না চ্যানেল। বরং অমরসঙ্গী সম্প্রচারিত হবে পুবের ময়নার সময় অর্থাৎ বিকেল ৫ঃ৩০ টার সময়। তাই এবার নাকি বন্ধ হবে শ্যামৌপ্তি মুদুলি এবং নীল ভট্টাচার্যের এই সিরিয়ালের সামনে রয়েছে বিরাট বড় সুযোগ।

আরও পড়ুন : দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেট থেকে! মনের জোরে সাফল্য পেয়েছেন মিঠিঝোরার স্রোত

AMAR SANGI

আরও পড়ুন : বউ থাকতেও পরকীয়া! এই অভিনেত্রীর জন্য ভাঙছে গৌরব-দেবলীনার সংসার

বর্তমান সময়কালে বাংলা সিরিয়ালের ভবিষ্যৎ নির্ধারণ করে টিআরপি। জি বাংলার দু-দুটি নতুন সিরিয়াল অমর সঙ্গী এবং কাজল নদীর জলের টাইম স্লট ছিল দুপুরে। এরই মধ্যে কাজল নদীর জলের সম্প্রচার বন্ধ হয়েছে। কিন্তু অমর সঙ্গীর সামনে সুযোগ এলো প্রাইম টাইম দখল করার। যদি দুই শালিককে টেক্কা দিতে পারে এই সিরিয়াল, তাহলে বন্ধ হবে না অকালে। নয়তো টিআরপির অভাবে গল্প অসমাপ্ত রেখে সিরিয়াল বন্ধ করে দেওয়া নতুন কিছু নয় এখন চ্যানেলের কাছে।।