পার্শ্ব চরিত্রে থেকেও বারবার জয় করেছেন দর্শকদের মন। তথাকথিত নায়িকা হতে না পারলেও জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) সিরিয়ালের স্রোত ওরফে স্বপ্নীলা চক্রবর্তী (Swapnila Chakrabarty) বর্তমানে বাংলা সিরিয়ালের দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেত্রী। কিন্তু তার এই অভিনয় যাত্রা সহজ ছিল না মোটেও। শুধু মনের জোরে হাল না ছেড়ে লড়াই করেছেন স্বপ্নীলা। পূরণ করেছেন তার স্বপ্ন।
আসানসোলের মেয়ে স্বপ্নীলা চক্রবর্তীর অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল ছোট থেকেই। আর তা পূরণ করার জন্য তিনি একসময় আসানসোল থেকে কলকাতা নিয়মিত যাতায়াত করতেন। বিভিন্ন স্টুডিওতে ঘুরে ঘুরে অডিশন দিতেন। কিন্তু তাকে কাজে নেওয়া হত না। প্রচুর জায়গা থেকে দূর দূর করে তাড়িয়েও দেওয়া হয়েছে তাকে। কিন্তু স্বপ্নীলা কখনও হার মানেননি। আশা ছেড়ে দেননি। মনের জোর আর ইচ্ছে শক্তি দিয়ে তিনি চেষ্টা করে গিয়েছেন বারবার। তার ফলে ইন্ডাস্ট্রিও তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেনি খুব বেশিদিন।
বর্তমানে মিঠিঝোরা সিরিয়ালে যেমনটা দেখা যাচ্ছে, স্রোত খুবই সাহসী, পরিশ্রমী, মেধাবী এবং স্পষ্ট বক্তা। বাস্তবেও স্বপ্নীলা তেমনই। তার চরিত্রটিকে যেমন পছন্দ করেন দর্শকরা, তেমন অভিনেত্রী হিসেবেও স্বপ্নীলাকে খুবই পছন্দ তাদের। মিঠিঝোরা বর্তমানে তার চতুর্থ সিরিয়াল। এর আগে জয় বাবা লোকনাথ সিরিয়ালের ভিলেন হিসেবে প্রথমবার ক্যামেরার পর্দায় মুখ দেখিয়েছিলেন তিনি। জি বাংলাই প্রথমবার তাকে সেই সুযোগ দেয়।
আরও পড়ুন : রাত জেগে সিরিয়াল দেখেন মমতা ব্যানার্জি! বর্তমানে এই বাংলা সিরিয়াল খুবই প্রিয় মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন : বাংলা সিরিয়ালে নায়িকারা স্বামীকে ‘বাবু’ বলে ডাকে কেন?
জয় বাবা লোকনাথের পর একে একে কন্যাদান, এক্কাদোকা সিরিয়ালে অভিনয় করেছিলেন স্বপ্নীলা। এক্কাদোক্কা সিরিয়ালে তার অভিনীত রঞ্জাবতী ওরফে রঞ্জার চরিত্রটিও দর্শকরা খুব পছন্দ করেছিলেন। বর্তমানে মিঠিঝোরা সিরিয়ালে স্রোত এবং প্রিয়র জুটিও খুব পছন্দ করছেন সকলে। রাই, নিলু এবং স্রোত, তিন বোনের গল্প দিয়ে শুরু হয় এই সিরিয়াল। রাই এবং নীলুর পর বর্তমানে সিরিয়ালের ট্র্যাক চলছে স্রোতের উপর গুরুত্ব দিয়ে। কাজেই নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছেন স্বপ্নীলা। আগামী দিনে দর্শকরা তাকে কোনও সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রেও দেখতে চাইছেন।