উচ্ছেবাবু, নাতি বাবু, শহরের বাবু থেকে উড়ান বাবু! স্বামীকে ডাকা নিয়ে বাংলা সিরিয়ালের (Bengali Serial) নায়িকাদের একঘেয়ে ট্রেন্ড দেখে চরম বিরক্ত দর্শকরা। বাংলা সিরিয়ালে যেভাবে দিন প্রতিদিন ‘বাবু কালচার’ বাড়ছে তা দেখে সোশ্যাল মিডিয়াতে চলছে চরম সমালোচনা। একাধিক সিরিয়ালের দিকে উঠছে অভিযোগের আঙুল।
স্টার জলসা কিংবা জি বাংলা, প্রত্যেকটি সিরিয়ালের নায়িকাদের মুখে স্বামীর নামের জায়গায় শুধুই বাবুই শোনা যায়। কোন যুগে পড়ে আছে বাংলা সিরিয়ালের নায়িকারা? প্রশ্ন তুলছেন দর্শকরা। দর্শকদের বক্তব্য, এটা আগেকার যুগের নিয়ম ছিল যে মহিলারা স্বামীদের নাম নিতেন না। বর্তমান যুগে এমন নিয়ম কেউ মানেন না। বাংলা সিরিয়ালগুলো এখনও কোন আদিম যুগে পড়ে আছে প্রশ্ন তুলছেন দর্শকরা।
যেমন কথা সিরিয়ালে পাঁচক মশাই, রাঙ্গামতি তীরন্দাজ সিরিয়ালে উড়ান বাবু, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে ডাক্তারবাবু, আবার মিত্তির বাড়ির নায়িকা নায়ককে ডাকে নাতি বাবু! এরকমই আগেও বাংলা সিরিয়ালে নায়ককে কখনও উচ্ছে বাবু, কখনও গাড়ি বাবু, এসব অদ্ভুত অদ্ভুত শব্দের পাশে বাবু বসিয়ে ডাকতে শোনা গিয়েছে নায়িকাদের। যার ফলে দর্শকরা বাংলা সিরিয়ালের যুগের তুলনায় পিছিয়ে থাকার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। একইসঙ্গে এই বাবু কালচার বন্ধ হোক, এমনটাই চাইছেন তারা।
আরও পড়ুন : পাকিস্তানের ৫টি সেরা সিরিয়াল! যেগুলোর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব
আরও পড়ুন : কেন কেউ দেখছে না মিত্তির বাড়ি? পেছনে লুকিয়ে রয়েছে কোন কারণ?
দর্শকদের দাবি এইসব অদ্ভুত কাণ্ডকারখানার জন্যেই বাংলা সিরিয়ালের প্রতি ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। বেশিরভাগ সিরিয়ালের বিষয়বস্তু শাশুড়ি-বৌমার কুটকাচালি, নায়িকাদের ন্যাকাকান্না আর পারিবারিক ঝামেলা। হাতেগোনা কয়েকটি সিরিয়াল অবশ্য ব্যতিক্রমের তালিকাতেও রেখেছেন তারা। কিন্তু প্রত্যেকটি সিরিয়ালের নায়িকাই নায়ককে অদ্ভুত নামে ডাকে। বাবু ছেড়ে নায়িকারা যদি নাম ধরেও ডাকে নায়ককে, তাহলে তাতে অসুবিধা কোথায়? প্রশ্ন তুলছেন দর্শকরা।