অবশেষে প্রকাশিত হলো গত সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও বাংলা সিরিয়ালের সেরা দশের তালিকা নিয়ে হাজির হয়েছি আমরা। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) হাড্ডাহাড্ডি লড়াইতে কোন কোন সিরিয়াল এগিয়ে গেল? কারা পড়লো পিছিয়ে? দর্শকদের পাল্লা কোন চ্যানেলে ভারী? কেই বা হল বেঙ্গল টপার? দেখুন এই সপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা।
এই সপ্তাহে সবার প্রথমে জায়গা করে নিয়েছে স্টার জলসার কথা। ৭.৫ নম্বর পেয়ে বেঙ্গল টপার হয়েছে কথা। দ্বিতীয় স্থানে আছে চারটি সিরিয়াল। গীতা এলএলবি, ফুলকি, পরিণীতা, উড়ান, প্রত্যেকটি সিরিয়াল পেয়েছে ৭ নম্বর। তৃতীয় স্থানে আছে আনন্দী এবং জগদ্ধাত্রী। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৮।
এরপর চতুর্থ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে এবং রাঙ্গামতি তীরন্দাজ। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থানে আছে গৃহ প্রবেশ। স্টার জলসার এই নতুন সিরিয়ালটি পেয়েছে ৬.৪ নম্বর। ৬.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আছে তেঁতুল পাতা। সপ্তম স্থানে আছে শুভ বিবাহ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১।
আরও পড়ুন : হঠাৎই চরম অসুস্থ! সিরিয়াল ছাড়লেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা, আসছে নতুন নায়িকা
আরও পড়ুন : চুপিসারে বিয়ে করলেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেতা! দেখুন বিয়ের ফটো অ্যালবাম
হরগৌরী পাইস হোটেল এবং অনুরাগের ছোঁয়া, এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। রয়েছে অষ্টম স্থানে। নবম স্থানে আছে মিত্তির বাড়ি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৩। দশম স্থানে আছে নিম ফুলের মধু। যার প্রাপ্ত নম্বর ৫.১। এই টিআরপি তালিকাতে দেখা যাচ্ছে নতুন সিরিয়ালের মধ্যে পরিণীতা এবং গৃহপ্রবেশ টিআরপি তালিকাতে এগিয়ে আছে। কিন্তু মিত্তির বাড়ি প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও ভালো ফল করতে ব্যর্থ। ওদিকে নিম ফুলের মধুরও টিআরপি একটু একটু করে কমছে। সবমিলিয়ে নতুন এবং পুরনো সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপিতে টিকে থাকার।