ভালোবেসে ভিন ধর্মে বিয়ে করেছিলেন বলিউডের (Bollywood) বহু তারকারা। তবে সংসার টিকে আছে মাত্র কিছুজনের। বাকিদের বিয়ে ভাঙতে সময় লাগেনি। ধর্মের ভেদাভেদ ভুলে শুধুমাত্র ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন যারা, আজ তাদের মধ্যে একেবারে হাতেগোনা কিছু তারকারই সংসার টিকে আছে। কারা সেই ভাগ্যবান? সংসার ভাঙলোই বা কাদের? দেখে নিন এক নজরে।
১. আমির খান (Aamir Khan) : আমিরের দুই স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও হিন্দু। কিন্তু তার কোনও বিয়েই টেঁকেনি। রিনা দত্তের সঙ্গে বিয়ের ১২ বছর পর ভেঙেছিল আমিরের প্রথম বিয়ে। প্রথম বিয়ে থেকে আমিরের দুই সন্তান রয়েছে। তারপর তিনি বিয়ে করেন কিরণ রাওকে। সেই বিয়েটাও ১০ বছরের মাথায় ভেঙে যায়। তাদের একমাত্র সন্তানের নাম আজাদ।
২. সোহেল খান (Sohel Khan) : সোহেল বিয়ে করেন সীমা সচদেবকে। সিনেমার মতো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন দুজনে। প্রথমে আর্য মতে বিয়ে করেন, তারপর সমাজের রীতিনীতি মেনে নিকাহ করেছিলেন। কিন্তু বিয়ের কয়েক বছরের মাথাতেই ২০২২ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।
৩. আরবাজ খান (Arbaaz Khan) : আরবাজ বিয়ে করেন মালাইকা আরোরাকে। খ্রিস্টান রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়। কিন্তু ডিভোর্স হয়েছে তাদেরও। আরবাজকে ছেড়ে মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন করছিলেন। দীর্ঘ বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে যান দুজনে। অন্যদিকে আরবাজ খান কিছুদিন আগেই সুরাহ খানকে বিয়ে করে নতুন সংসার করেন।
৪. হৃত্বিক রোশন (Hrithik Roshan) : ছোটবেলার বান্ধবী সুজেন খানকে বিয়ে করেছিলেন হৃত্বিক। কয়েক বছরেই ভাঙ্গে সেই বিয়ে। ততদিনে তাদের দুই সন্তান হয়ে গিয়েছিল।
৫. শাহরুখ খান (Shah Rukh Khan) : শাহরুখ বিয়ে করেন গৌরী খানকে। তাদের বিয়ের পর কেটেছে বেশ কয়েকটা বছর। পরপর তিন সন্তানের জন্ম দিয়েছেন তারা। মাঝে শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার চোপড়ার সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে উঠলেও এখন সেসব অতীত। বরং সুখেই সংসার করছেন দুজনে।
আরও পড়ুন : বিয়ে না করেই বিধবা! আজীবন সাদা শাড়ি পরে কাটিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী
আরও পড়ুন : বলিউডের এই নায়িকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি, পরিচয় জানলে চমকে যাবেন
৬. সেইফ আলী খান (Saif Ali Khan) : সেইফ আলি খান প্রথমে বিয়ে করেন অমৃতা সিংকে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই বিভিন্ন ঝামেলার কারণে তারা আলাদা হয়ে যান। এরপর সেইফ আবার বিয়ে করেন করিনা কাপুরকে। ভিনধর্মী হলেও সুখে সংসার করছেন দুজনে।
৭. রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) : রিতেশ বিয়ে করেন জেনেলিয়া ডিসুজাকে। দুজনেরই ধর্ম আলাদা কিন্তু সুখেই সংসার করছেন তারা। তাদের বলিউডের সবথেকে মিষ্টি কাপল বলা হয়।