বলিউডের এই নায়িকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি, পরিচয় জানলে চমকে যাবেন

বলিউড (Bollywood) কাঁপাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনি। তার রূপের যাদুতে কাবু নেটপাড়া। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এই মেয়ে শুরুর দিকে ইন্ডাস্ট্রিতে বেশ বাধা পেলেও খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেন ইন্ডাস্ট্রিতে। বর্তমানে বলিউডের বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন তিনি তার যোগ্যতা প্রমাণ করছেন। তিনি কে জানেন? নাম তার শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)।

শর্বরী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশীর নাতনি। তবে রাজনীতি নয়, অভিনয় তার পছন্দ। মহারাজ থেকে মুঞ্জা, হালফিলে বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে রাতারাতি লাইমলাইট কেড়ে নিয়েছেন শর্বরী। এর আগে সুলতান এবং সুই ধাগাতে অডিশন দিয়েছিলেন তিনি, কিন্তু বাদ পড়ে যান। তারপর বান্টি অর বাবলি ২ এর হাত ধরে বলিউডে তার অভিষেক হয়। এরপরে বেশ কিছু সিনেমাতে তিনি কাজ করে ফেলেছেন।

Sharvari Wagh

যথেষ্ট প্রভাবশালী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও প্রতি মুহূর্তে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে শর্বরীকে। তিনিও ইন্ডাস্ট্রিতে বহিরাগত। তবে অভিনয়গুলো তিনি জয় করে নিয়েছেন দর্শকদের মন। আর সেই কারণেই এখন একের পর এক ছবি রয়েছে তার হাতে। আগামী দিনেও আরো বেশ কিছু সিনেমাতে অভিনয় করবেন শর্বরী।

আরও পড়ুন : স্বামীর থেকে সম্পত্তি কয়েক গুণে বেশি! বলিউডের এই অভিনেত্রীরা স্বামীর থেকেও ধনী

Sharvari Wagh

আরও পড়ুন : বিয়ে না করেই বিধবা! আজীবন সাদা শাড়ি পরে কাটিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী 

অভিনয়ের পাশাপাশি তার গ্ল্যামার নিয়েও বেশ চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। তার চোখ ধাঁধানো রুপ দেখে মুগ্ধ নেট নাগরিকরা। আগামী দিনে আলিয়া ভাটের সঙ্গে আলফা সিনেমাতে দেখা যাবে শর্বরীকে। শোনা যাচ্ছে বর্তমানে তিনি ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে সম্পর্ক রয়েছেন। কিন্তু প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি দুজনের কেউই।