চুপিসারে বিয়ে করলেন জগদ্ধাত্রীর সমরেশ ওরফে অভিনেতা আদিত্য চৌধুরী (Aditya Chowdhury)। পাত্রীও টলিউডের ঘরের মেয়ে। বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে সবাইকে চমকে দিলেন আদিত্য। আপাতত বহু দিনের প্রেমিকার সঙ্গে আইনি বিয়ে সেরে নিয়েছেন অভিনেতা। এই মাসেই বসবেন বিয়ের পিঁড়িতে।
বর্তমানে জগদ্ধাত্রী সিরিয়ালে কৌশিকি চক্রবর্তীর স্বামী সমরেশের ভূমিকাতে অভিনয় করছেন আদিত্য। বাস্তবে তিনি বিয়ে করলেন পূর্বাশা রায়কে। রবিবার রেজিস্ট্রি করে বিয়ে করেছেন দুজনে। ৮ বছর আগে একটি মেগা সিরিয়ালে অভিনয় করতে গিয়েই দুজনের আলাপ হয়। তারপর থেকেই দুজনের প্রেম শুরু। যদিও এতদিন প্রেমের কথাটা গোপনই রেখেছিলেন আদিত্য এবং পূর্বাশা। গতমাসেই প্রেমের খবরে সিলমোহর দেন তারা।
আগামী ১০ই ডিসেম্বর কলকাতার জগন্নাথ মন্দিরে তাদের সামাজিক বিয়েটা হবে। তারা পুরীর জগন্নাথ মন্দিরে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কোনও কারণে সেটা সম্ভব হয়নি। আপাতত বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড আদিত্য এবং পূর্বাশা। ভক্তরাও তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেতার বিয়েতে হাজির হয়েছিলেন তাদের টলিপাড়ার বন্ধুরা। শ্রীপর্ণা রায়, সায়ন্তনী মল্লিক , ইন্দ্রনীল মল্লিকদের দেখা গিয়েছে তাদের সঙ্গে।
আরও পড়ুন : নাগা চৈতন্যের আগে কার কার সঙ্গে সম্পর্কে ছিলেন সামান্থা? তালিকার দৈর্ঘ্য দেখলে চমকে যাবেন আপনি
আরও পড়ুন : স্বামীর থেকে সম্পত্তি কয়েক গুণে বেশি! বলিউডের এই অভিনেত্রীরা স্বামীর থেকেও ধনী
আইনি বিয়ের পর বর্তমানে সামাজিক বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড পূর্বাশা। তিনি জানিয়েছেন, “১০ তারিখ নিয়ে খুবই এক্সাইটেড এবং খুব টেনশনও হচ্ছে।” বিয়ের ভেনু জানালেও হানিমুনের ভেনু এখনই জানাচ্ছেন না তারা। পূর্বাশার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির দূরত্ব মাত্র দুই মিনিট। কাজেই তার মন খারাপ নেই একেবারেই। বরং দীর্ঘদিনের প্রেম পরিণতি পাওয়াতে তারা দুজনেই খুব খুশি।