বিয়ে না করেও আজীবন বিধবার মত জীবন কাটিয়ে দিলেন বলিউডের (Bollywood) এই অভিনেত্রী। একজনকে ভালোবেসে সারাজীবন বিয়েই করলেন না। তার মৃত্যুর পর তারই বিধবা হয়ে কাটিয়ে দিলেন গোটা জীবন। নাম তার নন্দা কর্নাটকি (Nanda Karnataki)। তিনি ছিলেন ষাটের দশকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী যার জীবন জুড়ে ছিল শুধুই ট্রাজেডি।
মাত্র ৭ বছর বয়সে অভিনয় শুরু করেন নন্দা। শিশু শিল্পী হিসেবেই শুরু হয়েছিল তার কেরিয়ার। আসলে খুব ছোট বয়সেই বাবাকে হারিয়েছিলেন তিনি। পরিবারের দায়িত্ব ছিল তার কাঁধে। তারপর তিন দশক ধরে তিনি বলিউডের বহু ছবিতে কাজ করেছেন। তুফান ওর দিয়া, দুলহান, কয়েদি নাম্বার ৯১১, ছোটি বেহেন, ধুল কে ফুল, আঁচল, কানুন, নর্তকী, গুমনাম, রাজা সাহেব সিনেমা খ্যাত এই অভিনেত্রী ছিলেন তৎকালীন সময়ের টপ নায়িকা।
এহেন নন্দা পাগলের মত ভালোবেসেছিলেন পরিচালক মনমোহন দেশাইকে। মনমোহনও নন্দাকে পছন্দ করলেও মুখে জানাতে পারেননি। তবে তিনি বিয়ে করেন জীবন প্রভাকে, যিনি অনেকটা নন্দার মতই দেখতে। জীবন প্রভার মৃত্যু হলে মনমোহন এবং নন্দা আবার কাছাকাছি আসেন। তাদের বাগদানও হয়ে গিয়েছিল।
আরও পড়ুন : স্বামীর থেকে সম্পত্তি কয়েক গুণে বেশি! বলিউডের এই অভিনেত্রীরা স্বামীর থেকেও ধনী
আরও পড়ুন : নাগা চৈতন্যের আগে কার কার সঙ্গে সম্পর্কে ছিলেন সামান্থা? তালিকার দৈর্ঘ্য দেখলে চমকে যাবেন আপনি
কিন্তু বিয়ের আগেই ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। বাড়ির বারান্দা থেকে পড়ে মারা যান মনমোহন। এই ঘটনায় খুবই আঘাত পান নন্দা। তবে তিনি মনমোহনকে এতটাই ভালোবেসেছিলেন যে বাকি জীবনটা বিধবা হয়ে বাঁচার সিদ্ধান্ত নেন। কেবল সাদা শাড়িই পরতেন তিনি। ২০১৪ সালে নন্দার মৃত্যু হয়। মনমোহন এবং নন্দার এই প্রেম কাহিনী অমর হয়ে থেকে গেল বলিউডের ইতিহাসের পাতায়।