ওটিটিতে মুক্তি পেতে চলেছে বছরের সেরা ৫ টি বলিউড (Bollywood) সিনেমা। গোটা বছরজুড়ে বলিউড বেশ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। এবার এই সিনেমাগুলোর অনলাইনে মুক্তি পাওয়ার কথা। যারা সিনেমা হলে গিয়ে দেখেননি, তাদের জন্য এবার এলো বড় সুখবর। বছরের শেষেই আসছে ধামাকা। ডিসেম্বর মাসেই ওটিটি মাধ্যমে মুক্তি পেতে চলেছে ৫টি সিনেমা। কবে কোন টি কোথায় মুক্তি পাবে দেখে নিন।
১. জিগরা (Jigra) : আলিয়া ভাট ও বেদান্ত রায়না অভিনীত এই সিনেমাটি আগামী ৬ই ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিনেমাটি সিনেমাহলে সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে অনলাইনে মুক্তি পেলে ভালো সাড়া জাগাতে পারে।
২. ভিকি বিদ্যা কা ও বালা ভিডিও (Vicky Vidya Ka Woh Wala Video) : রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির এই কমেডি নির্ভর সিনেমাটি ৭ই ডিসেম্বর ওটিটিতে আসবে।
৩. সিংঘম এগেইন (Singham Again) : রোহিত শেট্টির এই মাল্টিস্টারার ব্লকবাস্টার সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে আগামী ২৭শে ডিসেম্বর। অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমা বক্স অফিসে বেশ ভালোই উপার্জন করেছে।
৪. ভুল ভুলাইয়া ৩ (Bhool Bhulaiya 3) : ২০২৪ সালের এই সুপারহিট সিনেমাটি এ বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পাবে অনলাইনে। কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান অভিনীত এই সিনেমা এই বছরের সেরা বলিউড সিনেমা গুলোর মধ্যে অন্যতম। তাই অনেকেই অপেক্ষা করে আছেন ওটিটিতে সিনেমাটির মুক্তির জন্য।
আরও পড়ুন : কেন সাউথের কাছে হেরে যাচ্ছে বলিউড? প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন : বিশ্বের সফলতম অভিনেতার সম্মান পেলেন এই ভারতীয় তারকা, গিনেস বুকে উঠলো নাম
৫. দ্য সবরমতি রিপোর্ট (The Sabarmati Report) : গোধরা ট্রেন দুর্ঘটনা অবলম্বনে এই সিনেমাটি এই বছরের ডিসেম্বর মাসে সোনি লিভ চ্যানেলে মুক্তি পাবে। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে, রিধি ডোগরা, রাশি খান্নারা।