যোগ্যতা সত্ত্বেও মিলছে না কাজ। ৪ বছর ধরে কাজ না পেয়ে খুবই হতাশায় ভুগছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী সাহা (Chandni Saha)। স্টার জলসার ‘দুই শালিক’ (Dui Shalik) খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে লিখলেন তার মনের কথা। এক দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে যোগ্যতার পরিচয় দেওয়া সত্ত্বেও কাজের অভাবে হতাশায় ভুগছেন তিনি।
বাংলা সিরিয়াল খ্যাত এই নায়িকাকে বর্তমানে বিভিন্ন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ৪ বছর আগে বন্য প্রেমের গল্প ২ সিরিজে অভিনয় করেছিলেন চাঁদনী। এই সিরিজ থেকে তিনি বেশ ভালই সাড়া পেয়েছিলেন ওয়েব দুনিয়াতে। ভেবেছিলেন হয়তো সেখানে তার কপাল খুলবে। কিন্তু সেটা হয়নি। ইন্ডাস্ট্রিতে বর্তমানে কী ঘটছে সেই নিয়ে তিনি তার খোলা চিঠিতে লিখেছেন,
“আশা করব যাঁরা সেনসিটিভ তাঁরা বিষয়টা বুঝতে পারবেন। আমি জানি না আমাদের ইন্ডাস্ট্রিতে ঠিক কী ঘটছে। খুব খারাপ লাগে যখন বুঝি যে আমার শিল্পটা ভালো করে জানলে, বুঝলেও, মন দিয়ে কাজ করলেও সুযোগ আসবেই সেটার কোনও গ্যারেন্টি নেই। ২০২০ সালে আমি বন্য প্রেমের গল্প ২ নামক একটি সিরিজে কাজ করেছিলাম এসভিএফের আন্ডারে। খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। ইন্ডাস্ট্রির অনেকেই, দর্শকরা প্রশংসা করেছিলেন। কিন্তু পজিটিভ রেসপন্স পাওয়ার পরও আমি আর কোনও কল পাইনি।”
এরপর তিনি লেখেন, “গত ৪ বছরে আমি অনেক সিরিজ দেখেছি যেগুলো দেখে মনে হয়েছে আমি এই চরিত্রটা করতে পারতাম, বা যে করেছে তার থেকে আরও ভালো করতে পারতাম। কিন্তু কল আসেনি। খুব হতাশাগ্রস্ত লাগে, ১৩ বছর ধরে এই কাজটা ভালোবেসে করার পর জানি না আর কী করা উচিত। আমি একজন অভিনেতা। কিন্তু অভিনয়টাই বোধহয় আর যথেষ্ট নয়। PR বা নেটওয়ার্কিং বা অন্য কিছু যা আমি পারি না সেগুলো হয়তো এখন জরুরি। তবে এই লড়ায়গুলোর সঙ্গে আমার সঙ্গে থেকেছে টিভি। ছোট পর্দাই আমার স্টেজ, আমার লাইফ লাইন আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই মাধ্যম আমায় সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে, দেয়। তবে অন্যান্য অভিনেতাদের মতো আমিও OTT, ফিল্মের দুনিয়া এক্সপ্লোর করতে চেয়েছিলাম। নিজের কমফোর্ট জোনের বাইরে বেরোতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবটা অনেকটাই আলাদা।”
আরও পড়ুন : শোলাঙ্কি রায়ের প্রাক্তন স্বামী কে? কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী?
বিগত ৪ বছরে ওয়েব দুনিয়া থেকে কোনও কল পাননি অভিনেত্রী। আর সেই কারণেই হতাশা এবং ক্ষোভ কাজ করছে তার মনে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে লেখেন তার মনের কথা। জানান শুধু অভিনয় দিয়ে এখন আর কাজ পাওয়া যায় না। লাগে PR, নেটওয়ার্কিংও। তিনি এমন অনেক সিরিজ দেখেছেন যেখানে তার মনে হয়েছে তিনি সেই চরিত্রগুলোর জন্য বেশি যোগ্য ছিলেন। কিন্তু কোনও কারণে তিনি তার যোগ্য মর্যাদা পাচ্ছেন না বারবার।
আরও পড়ুন : হঠাৎই চরম অসুস্থ! সিরিয়াল ছাড়লেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা, আসছে নতুন নায়িকা
তার এই পোষ্টের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন টলিউডের অন্যান্য অভিনেত্রীরাও। যেমন শ্রুতি দাস লিখেছেন, “আমি বুঝি ব্যাপারটা। শক্ত থাকো। লড়াই চালিয়ে যাও।” অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য জানিয়েছেন বর্তমানে ইন্ডাস্ট্রিতে তার অবস্থাও কিছুটা চাঁদনীর মতোই।