৬ বছরের সম্পর্ক গেল ভেঙে! কেন আলাদা হলেন দেব এবং রুক্মিণী?

ভাঙছে দেব (Dev) এবং রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) প্রেম? ৭ বছর প্রেমের পর বিয়ে নয়, এবার নাকি সরাসরি বিচ্ছেদের পথে টলিউডের এই পাওয়ার কাপল। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? দেব-রুক্মিণীর ভক্তরা যেখানে তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেখানে এই ঘটনায় রীতিমত মাথায় হাত পড়েছে সবার।

সিনেমার পাশাপাশি বাস্তবেও এই জুটি খুবই হিট। পুজোর মুখে মুক্তি পায় দেব এবং রুক্মিণীর টেক্কা। এরপরেও বিদেশ সফর করে এসেছিলেন দুজনে। তখনও পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি এমনটা ঘটতে চলেছে। ২০১৭ সালে ‘চ্যাম্প’ ছবিতে দেব এবং রূক্মিণীর জুটি প্রথম হিট হয়। তার আগে মডেলিং করতেন রুক্মিণী। প্রথম থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। অবশ্য প্রথম দিকে নিজেদেরকে বন্ধু বলেই পরিচয় দিতেন তারা। পরে অবশ্য প্রেমের সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি দুজনে। অনুরাগীরা যেখানে তাদের বিয়ের দিনের জন্য অপেক্ষা করছেন সেখানে হঠাৎ করেই ঘটে গেল ছন্দপতন।

Dev And Rukmini Maitra

দেব এই মুহূর্তে ‘খাদান’ সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত। তারই মধ্যে দেবকে হঠাৎ আনফলো করে বসলেন রুক্মিণী। কিন্তু কেন? ছবির কাজে ব্যস্ত আছেন দেব, বিশেষ বান্ধবীকে সময় দিতে পারছেন না একেবারেই। সেই কারণেই কি এমন কঠিন সিদ্ধান্ত নিলেন রুক্মিণী? সেই প্রশ্নের উত্তর মেলেনি। রুক্মিণীর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে দেবের সঙ্গে তার একাধিক ছবি এখনও আছে। কিন্তু ফলোইং এর তালিকা থেকে হঠাৎ মুছে দিয়েছে দেবের নাম।

আরও পড়ুন : বিশ্বের সফলতম অভিনেতার সম্মান পেলেন এই ভারতীয় তারকা, গিনেস বুকে উঠলো নাম

Dev And Rukmini Maitra

আরও পড়ুন : সুপারস্টার জিতের জীবনের ৬ অজানা রহস্য, যা ৯৯% ভক্তরাই জানেন না

স্বাভাবিকভাবেই এতে ভক্তদের মনে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ খারাপটা ভেবে আঁতকে উঠছেন। আবার কেউ মনে করছেন এটা হতে পারে পাবলিসিটি স্টান্ট। এখনও অবশ্য এই বিষয়ে মুখ খোলেনি দুজনেই। তাদের মতে তারা একে অপরের খুব ভালো বন্ধু। খারাপ-ভালো সব সময় একে অন্যের পাশে থাকেন। বিয়ে নিয়ে কোনও পরিকল্পনাই নেই তাদের। তবে এই খবরে যথেষ্ট আঘাত পেয়েছেন দেব-রুক্মিণীর ভক্তরা।