হঠাৎই চরম অসুস্থ! সিরিয়াল ছাড়লেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা, আসছে নতুন নায়িকা

রাতারাতি বদলে গেল স্টার জলসার (Star Jalsha) রাঙ্গামতি তীরন্দাজ (Rangamati Tirandaj) সিরিয়ালের প্রধান অভিনেত্রীর মুখ। মুখ্য চরিত্রে অভিনয় করতে আসবেন অন্য কোনও অভিনেত্রী। মুখ বদল ঘটবে বৃন্দা চরিত্রের। কেন হঠাৎ মাঝপথে সিরিয়াল ছাড়তে বাধ্য হলেন বৃন্দা ওরফে মধুরিমা চক্রবর্তী (Madhurima Chakraborty)?

সম্প্রতি জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণে বিগত কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন বৃন্দা ওরফে মধুরিমা। কঠিন রোগ বাসা বেঁধেছে তার শরীরে। সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত ধারাবাহিকে ফিরতে পারবেন না তিনি। জরায়ুর রক্তক্ষরণের কারণে তিনি খুবই দুর্বল এখন। তার পক্ষে অভিনয় করা সম্ভব হবে না। তাই তিনি প্রযোজককে সেই কথা জানিয়েও দিয়েছেন।

Madhurima Chakraborty

আপাতত বৃন্দা চরিত্রের মুখ বদল ছাড়া আর কোনও উপায় নেই হাতে। এই চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি এখনও। বিগত বেশ কিছুদিন ধরে বৃন্দাকে দেখাও যাচ্ছেনা সিরিয়ালে। এটাই ছিল তার আসল কারণ। কাজ করতে পারবেন না বলে মনে মনে খুবই হতাশ মধুরিমাও। বিগত পাঁচ দিন তিনি শুটিংয়ে যেতে পারেননি। এবার তাকে পাকাপাকিভাবে সিরিয়াল ছাড়তেই হবে।

আরও পড়ুন : ইনিই বাংলা সিরিয়ালের সেরা অভিনেত্রী, এবছর পেলেন সেরা নায়িকার পুরস্কার

Madhurima Chakraborty

আরও পড়ুন : শোলাঙ্কি রায়ের প্রাক্তন স্বামী কে? কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী?

সংবাদ মাধ্যমের কাছে মধুরিমা জানিয়েছেন, ‘‘এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। কিন্তু রক্তক্ষরণের জন্য খুবই দুর্বল। চিকিৎসকেরা জানিয়েছেন হয়তো আরও কয়েক দিন আমাকে হাসপাতালেই থাকতে হবে। কিছু করার নেই। আমি আমার তরফে প্রযোজককে জানিয়ে দিয়েছি। আমার জায়গায় নতুন কে আসবেন, তা এখনও জানি না। খুবই খারাপ লাগছে। আসলে অভিনেতারা তো এক একটা চরিত্র তৈরি করেন, লালন করেন। আমার পরিবর্তে যিনি আসবেন, তিনি কেমন করবেন এই সব চিন্তাগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।”