রণবীর কাপুরের (Ranbir Kapoor) ভাগ্নি কত সুন্দরী জানেন? রণবীরের দিদি ঋধিমার (Ridhima Kapoor) মেয়ে সামারা সাহানি (Samara Sahni)। মায়ের মতই সুন্দরী সে। কৈশোরের গণ্ডি পেরিয়ে যৌবনে প্রবেশ করতে চলেছে সামারা। চলুন আজ আপনাদের আলাপ করাই ঋষি কাপুর এবং নীতু কাপুরের আরেক নাতনির সঙ্গে। ভবিষ্যতে সেই নাকি হবে বলিউডের কাপুর বংশের নেক্সট সুপারস্টার।
রণবীরের থেকে ২ বছরের বড় দিদি ঋধিমা। ১৯৮০ সালের জানুয়ারি মাসের ঋষি এবং নীতুর বিয়ে হয়। ওই বছরেরই সেপ্টেম্বর মাসে ঋধিমার জন্ম হয়। করিশমা এবং করিনার মত ঋধিমার সৌন্দর্যও কোনও বলিউড তারকার তুলনায় কম নয়। তবুও পরিবারের পথে না হেঁটে বলিউডের সঙ্গে দূরত্ব রেখেছেন ঋধিমা।
২০০৬ সালে তার সঙ্গে শিল্পপতি ভারত সাহানির বিয়ে হয়। তাদের মেয়ে সামারা। বর্তমানে তার বয়স ১৩ বছর। মায়ের সঙ্গে তাকে প্রথমবার দেখা যায় এই বছরেরই শুরুর দিকে মুম্বাই বিমানবন্দরে। আসলে করিনা কাপুর এবং সেইফ আলি খানের ছোট ছেলে জেহর জন্মদিনে যাচ্ছিলেন মা ও মেয়ে। পাপারাজ্জিদের দেখে খোশমেজাজে ছবি তোলার জন্য পোজ দিতে দাঁড়িয়ে পড়েন সামারা।
আরও পড়ুন : ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ সিনেমার নায়ক আজ কোথায়? অভিনয় ছেড়ে এখন কি করছেন তিনি
আরও পড়ুন : ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার অভিনেতারা আজ কে কী করছেন? দেখুন তাদের বর্তমান অবস্থা
মেয়ের এরকম অবস্থা দেখে ছুটে আসেন ঋধিমা তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সামারার ক্যামেরা ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছেই ছিল না। বরং তিনি মায়ের কাঁধে হাত রেখে ছবি তুলতে থাকেন। ক্যামেরার প্রতি এখন থেকেই তার এত আগ্রহ দেখে সকলে বলছেন তিনিই হবেন কাপুর পরিবারের নেক্সট স্টার।