কার সঙ্গে প্রেম করছেন বাংলার ক্রাশ দুর্জয়? তোমাদের রাণী থেকে দুই শালিক, অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এখন মহিলা দর্শকদের হার্টথ্রব। সহ অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে তার প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সত্যিই কি অভিকার সঙ্গে বাস্তবেও প্রেম করছেন তিনি? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ পেল অর্কপ্রভ রায়ের মনের মানুষের পরিচয়। কে তার প্রেমিকা?
তোমাদের রাণী চলার সময় শোনা যাচ্ছিল অর্কপ্রভ নাকি প্রেম করছেন তার সহ অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে। তবে সিরিয়াল বন্ধের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সেসব গুজব। সম্প্রতি প্রেমিকার জন্মদিনে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন অভিনেতা। আর সেখান থেকেই শুরু হয় নতুন জল্পনা।
অভিকা নন, অর্কপ্রভর প্রেমিকা হলেন শ্রীতমা দে। যিনি ওয়েব সিরিজ দুনিয়াতে বেশ পরিচিত মুখ। দোঁয়াশ, জেন্টলম্যান সহ বেশ কিছু ওটিটি প্রজেক্টে তিনি কাজ করেছেন। তিনি মডেলিং করেন। এতদিন শ্রীতমাকে নিজের খুব ভালো বন্ধু বলে পরিচয় দিয়েছেন অর্কপ্রভ। সোশ্যাল মিডিয়াতে তাদের ঘনিষ্ঠ ছবি দেখে ভক্তরা অবশ্য দুয়ে দুয়ে চার করেই নিলেন।
আরও পড়ুন : বাস্তবে কাকে বিয়ে করতে চলেছে পূজারিণী? দেখুন রত্নপ্রিয়ার ‘মহারাজে’র আসল পরিচয়
আরও পড়ুন : বদলে গেল জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকার মুখ, এক লাফে এগুলো গল্প! কে হবে নতুন নায়িকা?
বিগত বেশ কিছুদিন ধরেই স্টুডিও পাড়ায় শোনা যাচ্ছিল প্রেম করছেন অর্কপ্রভ। তবে তার প্রেমিকা অভিকা নন। এতদিনে সেই নামটাও প্রকাশ্যে এলো। যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে বারবার উত্তর এড়িয়েছেন অভিনেতা। বর্তমানে তাকে দুই শালিকে তিতিক্ষা দাসের বিপরীতে দেখা যাচ্ছে। এই জুটিটাও দর্শকদের বেশ পছন্দ হয়েছে।