নতুন সিরিয়াল আসতেই উলটপালট টিআরপি! কে হলো এই সপ্তাহের বেঙ্গল টপার?

চলে এল এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে বিগত কয়েক সপ্তাহে। যার ফলে টিআরপি তালিকাতে এর প্রভাব বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। পুরনোদের পাশাপাশি নতুনরাও এখন টিআরপির লড়াইতে শামিল। এই রেষারেষিতে কে হল বেঙ্গল টপার? সেরা দশের তালিকাতে জায়গা পেল কারা? দেখুন তালিকা।

গত সপ্তাহ থেকেই জি বাংলাতে শুরু হয়েছে নতুন সিরিয়াল মিত্তির বাড়ি। সেই সঙ্গে পরিণীতাও শুরু হয়েছে সদ্য। একাধিক নতুন সিরিয়াল আসতেই বিরাট পরিবর্তন ঘটে গেল বাংলা সিরিয়ালের টিআরপিতে। টপারের আসন থেকে ছিটকে গেল ফুলকি, গীতা। সবাইকে টপকে টিআরপি টপার হল স্টার জলসার কথা।

KATHA

সবাইকে হারিয়ে ৭.২ নম্বর পেয়ে বেঙ্গল টপার হল কথা। দ্বিতীয় স্থানে জায়গা পেল জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে আছে গীতা এলএলবি ও পরিণীতা। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। চতুর্থ স্থানে আছে ফুলকি, উড়ান ও জগদ্ধাত্রী। এই তিনটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯।

Rangamati Tirandaz

পঞ্চম স্থানে আছে রাঙামতি তীরন্দাজ। স্টার জলসার এই নতুন সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। ষষ্ঠ স্থান দখল করেছে আনন্দী যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। সপ্তম স্থানে আছে তেঁতুলপাতা ও রোশনাই, যাদের প্রাপ্ত নম্বর ৬.২। ৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে আছে শুভবিবাহ। নবম স্থানে আছে মিত্তির বাড়ি, যার প্রাপ্ত নম্বর ৫.৬। দশম স্থানে আছে অনুরাগের ছোঁয়া ও হরগৌরী পাইস হোটেল, যে দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫।

আরও পড়ুন : বাস্তবে কাকে বিয়ে করতে চলেছে পূজারিণী? দেখুন রত্নপ্রিয়ার ‘মহারাজে’র আসল পরিচয়

Mittir Bari

আরও পড়ুন : শোলাঙ্কি রায়ের প্রাক্তন স্বামী কে? কাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী?

প্রথম সপ্তাহেই টিআরপির লড়াইতে ঢুকে পড়েছে মিত্তির বাড়ি। অন্যদিকে নিম ফুলের মধুর স্লট পরিবর্তন হওয়ার পর টিআরপি ক্রমশ কমছে। শীঘ্রই ২০ বছর লিপ নেবে গল্প। এতে টিআরপিতে বিশেষ কিছু পরিবর্তন হয় কিনা সেটাই দেখার। আর দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পেয়েছে ৫.৪ নম্বর। সারেগামাপা পেয়েছে ৫.৮ নম্বর।