অভিনয় ছেড়ে ইউপিএসসি (UPSC) টপার! সিনেমার নায়িকা থেকে আইএএস অফিসার হয়েছেন এই অভিনেত্রী। বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে কম বয়সে পড়াশোনা একপ্রকার ছেড়ে দিয়েই অভিনয় দুনিয়াতে পা রাখেন অভিনেত্রীরা, সেখানে এই নায়িকা পড়াশোনার জন্য ছেড়ে দিয়েছিলেন অভিনয়। তিনি হলেন এইচএস কীর্তনা (HS Keerthana), একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী।
শিশু অভিনেত্রী হিসেবেই অভিনয় জগতে পা রেখেছিলেন কীর্তনা। তিনি তার ছোটবেলায় বিভিন্ন সিনেমা এবং টিভি শোতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন। তাকে কর্পূরদা গোম্বে, গঙ্গা-যমুনা,মুদিনা আলিয়, উপেন্দ্র , এ, কানুর হেগগদতি, সার্কেল ইন্সপেক্টর, ও মল্লিগে, লেডি কমিশনার, হাব্বা, ‘
ডোরে, সিমহাদ্রি, জননী, চিগুরু, এবং পুটানি এজেন্ট এর মত কিছু টিভি শোতে দেখা গিয়েছিল।
তবে বড় হওয়ার পর অভিনয় দুনিয়া থেকে তার নজর সরে যায়। ছোট থেকেই খুবই মেধাবী ছাত্রী ছিলেন কীর্তনা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাতে তিনি কখনও ফাঁকি দেননি। বড় হওয়ার পর তার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় পাশ করা। সেইমতো তিনি ইউপিএসসি পরীক্ষা দিতে থাকেন। পরপর ৬ বার প্রচেষ্টা চালানোর পর তিনি সফল হন। কীর্তন ১৬৭ রাঙ্ক করেছিলেন ইউপিএসসিতে। এরপর তিনি আইএএস অফিসার হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন : ‘আওয়ারা ভমরে’ গেয়ে রাতারাতি বিখ্যাত, কোথায় হারিয়ে গেলেন হেমা সরদেশাই?
আরও পড়ুন : শেষ বয়সে অন্ধ হয়েছিলেন, খোঁজ নিত না ছেলেমেয়ে! খুবই মর্মান্তিক পরিণতি হয়েছিল ‘জোহরা জবীঁ’র
কীর্তনার প্রথম পোস্টিং হয়েছিল কর্নাটকের মান্ডা জেলাতে। আইএএস অফিসার হওয়ার আগে অবশ্য তিনি ২০১১ সালের কর্ণাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষাতে পাস করেছিলেন এবং ২ বছর কে এ এস অফিসার হিসেবে কাজ করেন। তারপর ইউপিএসসি পরীক্ষাতে সফল হওয়ার স্বপ্ন তার পূরণ হয়। ভারতের এই অভিনেত্রী প্রচলিত ট্রেন্ড ভেঙে অভিনয় ছেড়ে পড়াশুনার জগতে ফিরে আইএএস অফিসার হয়েছেন। যেখানে বেশিরভাগ অভিনেত্রীরা কম বয়সে সফল হওয়ার স্বপ্ন নিয়ে কেউ কেউ স্কুলের গন্ডি পাস না অভিনয় দুনিয়াতে পা রাখেন।