হানি সিং থেকে বাদশা, বিখ্যাত র্যাপারদের আসল নাম ৯৯% মানুষ জানেন না। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সময় বহু তারকা তাদের নাম পরিবর্তন করে নেন। অভিনেতা এবং অভিনেত্রীদের পাশাপাশি বর্তমানে সংগীত দুনিয়াতে র্যাপাররাও বর্তমানে এমনটাই করছেন। র্যাপারদের মধ্যে আপনি যাকে যে নামে চেনেন, সেটা তার আসল নামই নয়। ভারত বিখ্যাত এই শিল্পীদের আসল নাম না জানলে জেনে নিন।
হানি সিং (Yo Yo Honey Singh) : ইয়ো ইয়ো হানি সিং নামে বিখ্যাত এই গায়কের আসল নাম হির্দেশ সিংহ। তার জন্ম পাঞ্জাবের হোশিয়ারপুরে। বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক গান গেয়েছেন তিনি। বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত গায়কদের মধ্যে হানি সিং অন্যতম।
হার্ড কৌর (Hard Kaur) : উত্তরপ্রদেশের কানপুরের এই মেয়ে বর্তমানে আন্তর্জাতিক গায়িকা। তিনি ব্রিটেনে খুব সুনাম পেয়েছেন। তার আসল নাম তরুণ কৌর ধিঁলো। তিনি থাকেন ইংল্যান্ডের বার্মিংহামে। এছাড়া বলিউডেও তিনি বেশ কিছু ছবিতে গান গেয়েছেন।
রফতার (Raftaar) : রফতারের আসল নাম দিলিন নায়ার। একাধিক সিনেমার গান গেয়েছেন রফতার। ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে শুরু হয়েছিল তার কেরিয়ার। তিনি বুলেট রাজা, হিরোপান্তি, গব্বর ইজ ব্যাক সহ অনেক সিনেমাতে গান গেয়েছেন।
আরও পড়ুন : পৃথিবীর সবথেকে বড় পিয়ানো বাজান অরিজিৎ সিং! দাম কত?
আরও পড়ুন : ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ সিনেমার নায়ক আজ কোথায়? অভিনয় ছেড়ে এখন কি করছেন তিনি
বাদশাহ (Badshah) : বাদশাহের আসল নাম আদিত্য প্রতীক সিং সিসৌদিয়া। বাদশাহ ২০১৮ সালে ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকাভুক্ত হন।
এমিওয়ে বানতাই (Emiway Bantai) : রণবীর সিংয়ের গালি বয় ছবির ‘আসলি হিপ হপ’ গানের গায়ক তিনি। তার আসল নাম বিলাল শেখ। তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় তার গান।