নিম ফুলের মধুতে (Neem Phuler Modhu) পা রাখবেন পুষ্পা সিনেমার শ্রীবল্লি! চমকে গেলেন তো? নিম ফুলের মধুর লিপ নেওয়া গল্পে পা রাখবে মোহিনী। যার চরিত্রটি সম্পূর্ণরূপে দক্ষিণের এই ব্লকবাস্টার সিনেমার নায়িকার চরিত্রটির আদলে গড়া হয়েছে। অভিনেত্রী রশ্মিকা মান্দানার মতই সাজ পোশাকে পর্দায় এবার দেখা যাবে অভিনেত্রী আন্দ্রেয়ী রায়কে (Andreyi Roy)।
নিম ফুলের মধুর গল্প এবার ২০ বছর এগিয়ে যাবে। এক ঝাঁক নতুন মুখের এন্ট্রি হয়েছে গল্পে। যেমন পর্ণা এবং সৃজনের ছেলে এবং মেয়ে বড় হয়ে গেছে। মেয়ের চরিত্রে অভিনয় করবেন সোমু সরকার। যাকে এর আগে গোধূলি আলাপ, আলোর কোলে সিরিয়ালে দেখেছেন দর্শকরা। আর ছেলের চরিত্রে অভিনয় করবেন রাজদীপ গোস্বামী। সেই সঙ্গে নতুন মুখ হিসেবে গল্পে পা রাখবেন আন্দ্রেয়ী রায়। যাকে একেবারে পুষ্পা সিনেমাতে রশ্মিকা মান্দানার মত লুক দেওয়া হয়েছে। সিরিয়ালে কোন ধামাকা করতে আসবেন আন্দ্রেয়ী?
নিম ফুলের মধুর লিপ নেওয়া গল্পে দেখা গিয়েছে সৃজন বর্তমানে একটি দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত। সেই ডাকাত দলের সদস্য হিসেবে দেখানো হবে আন্দ্রেয়ীকে। ইতিমধ্যেই একাধিক বাংলা সিরিয়ালে তাকে খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছে। এই সিরিয়ালেও প্রথমটায় তার চরিত্রে নেগেটিভ শেডসই থাকবে। কিন্তু পরে অবশ্য তার চরিত্রে ভালো এবং মন্দ দুটোই থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী। পুষ্পা সিনেমার শ্রীবল্লির চরিত্র এবং লুক দুটোই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। বাংলা সিরিয়ালের পর্দায় এই লুকে আন্দ্রেয়ীকে দর্শকরা কেমনভাবে নেবেন সেটাই এখন দেখার।
আরও পড়ুন : কথা নয়, বাস্তবে এই সুন্দরীর সঙ্গে প্রেম করছে এভি, প্রকাশ্যে সাহেবের প্রেমিকার পরিচয়
আরও পড়ুন : পরকীয়া না মানলে রাধাগোবিন্দের মন্দির ভেঙে দাও! বিস্ফোরক অপরাজিতা আঢ্য
এতদিন অভিনেত্রীকে বেশিরভাগ সিরিয়ালের পাশ্চাত্য পোশাকেই দেখা গিয়েছে। নিম ফুলের মধুতে লুক বদল তার কাছেও একটা চ্যালেঞ্জের বিষয়। তার এই চরিত্রটির নাম মোহিনী। নামটি আবার তেজাব সিনেমাতে মাধুরী দীক্ষিতের নামের সঙ্গে মিলে যায়। বলতে গেলে অন্যান্য সিরিয়ালের মত এই সিরিয়ালেও কিছু বড় ধামাকা করতে আসছেন আন্দ্রেয়ী। বর্তমানে ফুলকি সিরিয়ালেও খলনায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। জি বাংলাতেই দু-দুটি সেরা সিরিয়ালের দায়িত্ব নিলেন আন্দ্রেয়ী। তবে তার মোহিনী চরিত্রটি কতটা দর্শকদের মন ছুঁতে পারে সেটা যখন দেখার।