মাত্র ২টো সিনেমা করেই থেমে গেল অভিনয় কেরিয়ার। তবে বর্তমানে ভারতের সেরা ধনকুবের তিনি। যার কাছে রয়েছে ৪৭০০ কোটি টাকার সম্পত্তি। ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ সিরিয়ালের সেই নায়ক যিনি শ্রুতি হাসানের সঙ্গে অভিনয় করে জিতে নিয়েছিলেন লাইম লাইট, বর্তমানে সেই গিরিশ কুমার তৌরানি (Girish Kumar) কী কাজ করেন জানেন?
রামাইয়া ভাস্তাভাইয়ার পর কেবল লাভেশুদা, এই দুটি সিনেমাই আছে গিরিশের ঝুলিতে। ২৭ বছর বয়সেই শেষ হয়ে যায় তার ফিল্মি কেরিয়ার। ২০১৩ সালে শ্রুতি হাসানের সঙ্গে ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ সিনেমাতে অভিনয় করার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এই সিনেমার গান ‘জিনে লাগা হু’ শ্রোতাদের অতি পছন্দের একটি গান। কিন্তু তার এর পরের ছবিটি ভীষণভাবে ফ্লপ হয়। মাত্র দুটি সিনেমা এবং একটি শর্ট ফিল্ম, এই রয়েছে অভিনেতার ঝুলিতে। এরপরই অভিনয় জীবন থেকে বিরতি নেন গিরিশ।
২০১৬ সালে দ্বিতীয় সিনেমা ‘লাভেশুধা’ মুক্তি পাওয়ার সময় ছোটবেলার বান্ধবী কৃষ্ণাকে বিয়ে করেন গিরিশ। তবে এই বিয়ের ব্যাপারটা তিনি লুকিয়ে রেখেছিলেন। প্রায় এক বছর বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন অভিনেতা। আসলে তিনি ভেবেছিলেন বিয়ের খবর প্রকাশ পেলে তার কেরিয়ারে ক্ষতি হতে পারে। ২০১৭ সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই সুখবর প্রকাশ করেন।
আরও পড়ুন : জ্যোতি বসুর জামাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় এই বলিউড অভিনেতা
আরও পড়ুন : কত টাকার মালিক বিক্রান্ত মাসে? অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ কত?
অভিনয় ছেড়ে এরপর তিনি পুরোদস্তুর ব্যবসার কাজে মন দেন। তিনি বর্তমানে টি সিরিজের সহ মালিক। টি সিরিজের COO পদে থেকে বাবা এবং কাকার সঙ্গে ব্যবসা সামলাচ্ছেন তিনি। তাদের এই ব্যবসা ৪৭০০ কোটি টাকার ব্যবসা। যা ফিল্ম মেকিং, ডিস্ট্রিবিউশন এবং মিউজিক কোম্পানির সঙ্গে জড়িত। এবার থেকে আর ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে থেকেই ফিল্ম লাইনের গুরু দায়িত্ব সামলাবেন গিরিশ।