অনুষ্ঠিত হল টিভি৯ বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড (Ghorer Bioscope Award 2024) ২০২৪। এতে বাংলা সিরিয়ালের বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য ব্যক্তি হাতে উঠলো পুরস্কার। গত বছরের মত এই বছরেও টিভি৯ বাংলা বাংলা সিরিয়ালের নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী এবং আরও অনেক ক্যাটাগরিতে পুরস্কার তুলে দিল শিল্পীদের হাতে। এদের মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেলেন?
বর্তমানে জি বাংলা এবং স্টার জলসা তে দর্শকদের পছন্দের একাধিক সিরিয়াল চলছে। প্রত্যেকটি সিরিয়ালের নায়িকাদেরই বেশ জনপ্রিয়তা আছে। সোশ্যাল মিডিয়াতে কয়েক লক্ষ ফলোয়ার্স তাদের। দর্শকরা তাদের দেখতে খুবই পছন্দ করেন। এই বছরের এই অনুষ্ঠানে সিরিয়ালের সেরা নায়িকাদের মধ্যে প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছিলেন একাধিক অভিনেত্রী।
স্টার জলসার কথা থেকে সুস্মিতা দে, কোন গোপনে মন ভেসেছে থেকে শ্বেতা ভট্টাচার্য, ফুলকি থেকে দিব্যাণী মন্ডল, গীতা এলএলবি থেকে হিয়া মুখার্জী, চূড়ান্ত বাছাই পর্বে এই ৪ অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছিল। এদের মধ্যে থেকে দর্শকদের বিচারে সেরা পুরস্কার পেলেন গীতা এলএলবির গীতা ওরফে হিয়া মুখার্জী। অন্যদিকে জুরিদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফুলকি সিরিয়ালের দিব্যাণী মন্ডল।
আরও পড়ুন : লিপ নিল নিম ফুলের মধু, বদলে গেল সিরিয়ালের গল্প! আসতে চলেছে দুর্দান্ত চমক
আরও পড়ুন : এবছর বলিউডের সেরা অভিনেতা এবং অভিনেত্রী কে? প্রকাশ্যে এল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তালিকা
অন্যদিকে সেরা অভিনেতা বিভাগেও পুরস্কার উঠেছে বাংলা সিরিয়ালের সেরা নায়কদের হাতে। এই তালিকাতে মনোনয়ন পেয়েছিলেন ৫ জন। এদের মধ্যে আছেন আকাশ কুসুম সিরিয়ালের রক্তিম ওরফে সম্রাট মুখোপাধ্যায়, ফুলকি সিরিয়ালের রোহিত ওরফে অভিষেক বসু, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের অনিকেত ওরফের রণজয় বিষ্ণু, নিম ফুলের মধু সিরিয়ালের সৃজন ওরফে রুবেল দাস ও কথা সিরিয়ালের অগ্নি ওরফে সাহেব ভট্টাচার্য। এদের মধ্যে সেরা অভিনেতায় পুরস্কার পেলেন রণজয় বিষ্ণু এবং সাহেব ভট্টাচার্য।