লিপ নিল নিম ফুলের মধু, বদলে গেল সিরিয়ালের গল্প! আসতে চলেছে দুর্দান্ত চমক

২০ বছর এগিয়ে গেল নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) গল্প। লিপ নিতে চলেছে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। সেই সঙ্গে ধারাবাহিকের গল্পে আসছে একাধিক চমক। গল্পে এন্ট্রি নিতে চলেছেন নতুন নায়িকা। স্লট পরিবর্তনের পর এবার দশকের জন্য নতুন ধামাকা নিয়ে আসছে নিম ফুলের মধু। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল গল্পের এক ঝলক।

নিম ফুলের মধুর নতুন যে প্রোমো এসেছে তাকে দেখা যাচ্ছে গল্প ২০ বছর এগিয়েছে। আলোকপর্ণা ওরফে পর্ণার জ্যাঠাশ্বশুর ওরফে ধ্যাষ্টামো জেঠু মারা গিয়েছেন। তার শাশুড়ি আরও বৃদ্ধ হয়েছেন। পুঁটি অর্থাৎ পর্ণা ও সৃজনের মেয়ে বড় হয়ে গিয়েছে। সেই চরিত্রে অভিনয় করবেন সোমু সরকার। গোধূলি আলাপ এবং আলোর কোলে ধারাবাহিকের অভিনেত্রী সোমু এবার পর্ণার মেয়ে হয়ে ধারাবাহিকে পা রাখবেন।

Neem Phooler Madhu

এই ২০ বছরে দত্ত বাড়িতে ঘটে যাবে একাধিক পরিবর্তন। সৃজন হারিয়ে গিয়েছে। সৃজনকে হারিয়ে তার মা তার ছেলেকে নিয়ে থাকে। পর্ণা সাংবাদিকতা ছেড়ে দিয়েছে। সৃজন হারিয়ে যাওয়ার পর সে এক রকম মন মরা অবস্থায় থাকে। হঠাৎ করেই দেখা যায় দত্ত বাড়িতে পুলিশ এসেছে। তারা জানায় একটা ক্রিমিনালকে খুঁজে দিতে হবে। আর এর জন্য পর্ণার সাহায্য লাগবে। তারপর তারা সেই ক্রিমিনালের মুখ দেখায় পর্ণাকে।

দেখা যায় কাপড়ে মুখ ঢাকা একটি ব্যক্তির ছবি। দর্শকরা বুঝতে পারেন এই ব্যক্তিই সৃজন। যে কিনা এখন বড় ক্রিমিনাল হয়ে গিয়েছে। সৃজন কীভাবে ক্রিমিনাল হল, সে কি আদেও পর্ণার সৃজন? পর্ণা কীভাবে পর্দা ফাঁস করবে এই রহস্যের? নতুন এই প্রোমো থেকে স্পষ্ট হয়ে গিয়েছে ধারাবাহিক একটা বড়সড়ো টুইস্ট আসতে চলেছে। এবার জেনে নিন দর্শকরা কে কী বলছেন।

আরও পড়ুন : চুপিসারে বিয়ে করলেন ‘আনন্দী’র আদিদেব! রইল পাত্রীর পরিচয়

Neem Phooler Madhu

আরও পড়ুন : কথা নয়, বাস্তবে এই সুন্দরীর সঙ্গে প্রেম করছে এভি, প্রকাশ্যে সাহেবের প্রেমিকার পরিচয়

দর্শকদের মতে, নতুন এই টুইস্টে জমে যাবে গল্প। গল্প একেবারে ঘুরে যাবে। তাই অনেকেই নতুন করে নিম ফুলের মধু দেখার উৎসাহ পাচ্ছেন। যদিও কেউ কেউ আবার ট্রোল করছেন গল্প নিয়ে। লিখছেন আর কত এইভাবে গল্পকে টেনে নিয়ে যাওয়া হবে? কেউ বলছেন এবার গল্পের গরু গাছে উঠবে। তো কেউ আবার পল্লবী শর্মার আগের সিরিয়াল ‘কে আপন কে পর’ এর সঙ্গে তুলনা টানছেন। তবে যাই হোক না কেন, আগামী দিনে আবারও নিম ফুলের মধুর গল্প জমজমাট হতে চলেছে তা বেশ স্পষ্ট হয়ে গেল।