বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) মেয়েকে চেনেন? বাবার মতোই জনপ্রিয় বিদেশ মন্ত্রীর কন্যা। না, বাবার মত কূটনীতি নিয়ে আগ্রহ নেই তার। তার আগ্রহ সিনেমা দুনিয়াতে। আর নিজের কর্ম ক্ষেত্রে বাবার মতই বেশ ভালো এগোচ্ছেন মেধা জয়শংকর (Medha Jaishankar)। আজ আপনাদের আলাপ করাবো তার সঙ্গে।
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এস জয়শংকরের সঙ্গে ইউনিভার্সিটিতেই প্রথম আলাপ হয় তার প্রথম স্ত্রী শোভার। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এরপর জয়শংকর ১৯৯৬ সালে জাপানের ডেপুটি চিফ অফ মিশন হিসেবে নিযুক্ত হন। কর্মসূত্রে জাপানে থাকার সময় তার সঙ্গে আলাপ হয় দ্বিতীয় স্ত্রী কিয়েকোসোমেকাওয়ার। তাদের দুই ছেলে ধ্রুব ও অর্জুন এবং এক মেয়ে মেধা। যিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চায় রয়েছেন।
আমেরিকার লস এঞ্জেলসে থাকেন মেধা শংকর। তিনি সংগীত এবং চলচ্চিত্রকে পেশা হিসেবে নিয়েছেন। আমেরিকাতেই একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মেধা প্রথমে চিত্র গ্রাহক হিসেবে কাজ শুরু করেন। তারপর গবেষক এবং ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করেছেন তিনি। বেশ কিছু সিনেমাও সম্পাদনা করেছেন মেধা। বাবাই তাকে এই পথে আসতে উৎসাহিত করেছেন বলে জানিয়েছেন মেধা। আসলে ৮০ -এর দশকের গান খুব পছন্দ করতেন জয়শঙ্কর। ছোটবেলা থেকেই এই গানগুলো শুনে বড় হয়েছেন মেধা।
ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ব্যাপক আগ্রহ ছিল মেধার। পিটার গ্যাব্রিয়েলের মিউজিক ভিডিও ‘বিগ টাইম’ এর গান শুনে শুনে তিনি প্রথম কোনও শব্দ উচ্চারণ করতে শিখেছিলেন ছোটবেলায়। তাকে প্রভাবিত করেছিল ‘দ্য ব্লুজ ব্রাদার্স’ সিনেমাটি। এই সিনেমার সংলাপ এবং নাচের স্টেপ তিনি রপ্ত করে ফেলেছিলেন। ছোটবেলায় বাড়ি সদস্যদের সঙ্গে নানা মুহূর্তের ভিডিও বানাতেন মেধা। তারপর তার সঙ্গে পপ গান জুড়ে দিতেন।
শুধু তাই নয়, সাংবাদিকতার দিকেও ঝোঁক আছে তার। বিবিসির চলচ্চিত্র সমালোচনার শো টকিজ মুভিতে রিপোর্টার হিসেবে তিনি কাজ করেছিলেন। আমেরিকাতে যাওয়ার আগে ভারতেও বেশকিছু কাজ করেন মেধা। তিনি সম্পাদনার পাশাপাশি প্রযোজনাও করেন। ফেসলিফট নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রযোজনা করেছিলেন তিনি। বিদেশে কাজ করার পাশাপাশি দেশে আসলে দেশেও কাজ করেন মেধা।
আরও পড়ুন : বলিউড ছেড়ে সন্ন্যাস! বলিউডের এই অভিনেত্রীর পরিণতি শুনলে চোখে আসবে জল
আরও পড়ুন : শরণার্থী থেকে ক্যাবারে কুইন! সালমানের সৎ মা হেলেনের জীবন সিনেমা থেকে কম নয়
মেধা মাঝেমধ্যেই ভারতে আসেন। রিলায়েন্স, মুম্বাই মন্ত্রের মত একাধিক বিনোদন সংস্থার পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছেন। প্রযোজনা করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও। বর্তমানে ইনস্টাগ্রাম এবং টুইটারে মেধাকে নিয়ে দারুণ চর্চা চলছে। সোশ্যাল মিডিয়াতে তার ফলোয়ার্সের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু বিদেশ মন্ত্রীর কন্যা হিসেবে তাকে নিয়ে সাধারণের মনে দারুণ আগ্রহ রয়েছে।