বাপ্পি লাহিড়ীর আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) আসল নাম কী ছিল? জানেন কি, সংগীত দুনিয়ার এই মহারথীর আসল নাম বাপ্পি নয়। এই নামে তাকে গোটা জগত চিনলেও তার একটা আলাদা অফিশিয়াল নাম রয়েছে। তবে তার এই নামটা কেউই জানেন না। বিশেষ কারণে নিজের আসল নাম লুকিয়ে লিখেছিলেন ‘বাপ্পি’দা। আজ আমরা আপনাকে জানাবো বাপ্পি লাহিড়ীর আসল নাম ও নাম লুকিয়ে রাখার পেছনের কারণ।

৭০-৮০ এর দশকের এই বাঙালি গায়ক শুধু টলিউড নয়, বলিউড ইন্ডাস্ট্রিতেও রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন কিশোর কুমারের ভাগ্নে। যদিও তাদের মধ্যে রক্তের সম্পর্ক ছিল না কোনও। কিন্তু কিশোর কুমারের মা বাপ্পি লাহিড়ীর মাকে নিজের মেয়ে বলে মনে করতেন। এভাবেই তাদের মধ্যে একটা খুব ভালো পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তী দিনে গানের দুনিয়াতে দারুণ সফল হন বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো ড্যান্সার’ গানটি কম্পোজ করার পর সকলে তার নাম দেন ডিস্কো কিং। তবে তার আসল নাম ছিল অলোকেশ লাহিড়ী।

Bappi Lahiri

অলোকেশ নামটা ছেড়ে বাপ্পি নামেই সংগীত দুনিয়াতে সফলতা পান তিনি। আসলে তার এই নামের সঙ্গে একটি বিশেষ সুরের সম্পর্ক ছিল। যা তিনি তার অসাধারণ সংগীতের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন। বাপ্পি নামেই তিনি পরিচিত হন এরপর। ৭০ এবং ৮০ এর দশকে তিনি এমন বেশ কিছু গান কম্পোজ করেছিলেন যেগুলো আজও সমান জনপ্রিয়।

Bappi Lahiri

তবে শুধু গায়ক নন, অভিনেতা হিসেবেও তিনি বেশ দক্ষ ছিলেন। ১৯৭৪ সালে কিশোর কুমারের পরিচালনায় ‘বাধতি কা নাম দধি’ সিনেমাতে অভিনয় করেছিলেন বাপ্পি লাহিড়ী। তার সেই অভিনয় দারুণ প্রশংসা পায়। কিন্তু পরে অভিনয় ছেড়ে পুরোপুরি গানের জগতেই মনোনিবেশ করেন তিনি। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি।

আরও পড়ুন : মৃত্যুর পর বাপি লাহিড়ীর কাঁড়ি কাঁড়ি সোনার কি হলো? কে পেল?

Bappi Lahiri

আরও পড়ুন : কেন গা ভর্তি সোনার গয়না পরতেন বাপ্পি লাহিড়ী? কত সোনা ছিল তার কাছে?

একটা সময় পর রাজনীতির ময়দানেও পা রাখেন বাপ্পি লাহিড়ী। ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়ে তিনি শ্রীরামপুর থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান।