এই সিনেমার পর বন্ধ হয়ে যায় কাজ, শেষ হয়ে যায় মনীষা কৈরালার কেরিয়ার

বলিউডে (Bollywood) কেরিয়ার তুঙ্গে থাকা সত্ত্বেও কেন অকালে লাইম লাইট থেকে হারিয়ে গেলেন মনীষা কৈরালা (Manisha Koirala)? একসময় তিনি ছিলেন বলিউডের টপ নায়িকা। বড় বড় পরিচালকরা তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন। কিন্তু একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার সুবাদে তার কেরিয়ার গেল ডুবে। জানেন তিনি কে? কার জন্য মনীষা কৈরালার হাত থেকে বেরিয়ে যায় একের পর এক কাজ?

মনীষা কৈরালা বলিউড কাঁপিয়ে একসময় অন্যান্য আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেন। নেপালি, তামিল, তেলেগু, মালায়ালাম, বাংলা ও ইংরেজি ভাষাতে একের পর এক ছবি করেছেন তিনি। হিন্দির পাশাপাশি দক্ষিণেও একের পরা ছবি করে তিনি বেশ ভালই জনপ্রিয়তা পাচ্ছিলেন। কিন্তু তার কাল হল রজনীকান্তের (Rajinikant) সঙ্গে কাজ করে। রজনীকান্তের জন্যই শেষ হয়ে গেল মনীষা কৈরালার কেরিয়ার।

Manisha Koirala

একসময় বলিউডে টপে থাকা এই অভিনেত্রী দক্ষিণী তারকা রজনীকান্তের বিরুদ্ধে এনেছেন এই গুরুতর অভিযোগ। ২০০২ সালে রজনীকান্তের সঙ্গে ‘বাবা’ সিনেমাতে অভিনয় করেছিলেন মনীষা। কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে চলেনি। তখন বলা হত রজনীকান্তের সঙ্গে যে নায়িকা কাজ করবেন তার সৌভাগ্যের দরজা খুলে যাবে। কিন্তু ব্যতিক্রম ছিলেন মনীষা। রজনীকান্তের সিনেমা ফ্লপ করবে স্বপ্নেও ভাবেননি মনীষা। তিনি ভেবেছিলেন এই সিনেমার পর তার কাছে আরও সিনেমার প্রস্তাব আসবে। কিন্তু ‘বাবা’ ফ্লপ করার পর মনীষার কাছে অভিনয়ের প্রস্তাব আসাই বন্ধ হয়ে যায়।

Manisha Koirala

আশ্চর্যের বিষয়, ২০০২ সালে এই সিনেমা ফ্লপ করলেও ২০২২ সালে যখন আবার মুক্তি পায় তখন হিট হয়। ২০ আগে এটা হলে মনীষার কেরিয়ার অন্যরকম হত। রজনীকান্তের সঙ্গে ছবি ফ্লপ হওয়াতে মনীষার কাছে দক্ষিণের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। এরপর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়ে নেন তিনি। বলিউডেও আর অভিনয় করতেন না। আসলে জীবনের একটা দীর্ঘ সময় তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করে কাটিয়েছেন। তবে এখন তিনি ক্যান্সার মুক্ত। আবার নতুনভাবে ফিরেছেন কাজের জগতে।

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর প্রেমে পাগল ছিলেন! আজীবন বিয়েই করলেন না এই অভিনেত্রী

Manisha Koirala

আরও পড়ুন : ‘গজনী’ সিনেমার নায়িকা আসিন আজ কোথায়? এখন কেমন দেখতে হয়েছে তাকে দেখুন

বহু বছর বাদে আবারও কাজের দুনিয়াতে ফেরেন মনীষা কৈরালা। ২০২৩ সালে ‘শেহজাদা’ ছবিতে অভিনয় করতে দেখা যায় মনীষাকে। আবার সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে তার দুর্ধর্ষ কামব্যাক সকলের নজর কেড়েছে।