চুপিসারে বিয়ে করলেন ‘আনন্দী’র আদিদেব! রইল পাত্রীর পরিচয়

চুপিসারে বিয়েটা সেরে ফেললেন অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। জি বাংলার (Zee Bangla) ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘আনন্দী’ (Anondi) খ্যাত এই অভিনেতা বাস্তবেই বিয়েটা সেরে ফেললেন। বর্তমানে ‘আনন্দী’ সিরিয়ালে আদিদেবের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ হইচই চলছে। বাস্তবে নিজের আসল বিয়ের খবর কাউকে জানতে দিলেন না অভিনেতা। কিন্তু কাকে বিয়ে করলেন তিনি?

ঋত্বিক মুখার্জীর স্ত্রীর নাম দিশা দাস (Disa Das)। তিনি সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েন্সার। কাজের সুবাদেই দুজনের আলাপ হয়। একটি প্রোমোশনাল স্যুটের সময় দিশার সঙ্গে তার মুখোমুখি আলাপ হয়। অবশ্য তার আগে থেকে তারা কথা বলতেন। এক বছর আগেই তাদের সামনাসামনি আলাপ হয়। ব্যাস, এক বছরের মাথাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। আপাতত রেজিস্ট্রি এবং এনগেজমেন্টটা সেরে রাখলেন তারা। এখন শুধু সামাজিক বিয়েটাই বাকি।

Writwik Mukherjee

কিন্তু এত চটজলদি বিয়ের সিদ্ধান্ত কেন? উত্তরে সংবাদমাধ্যমকে ঋত্বিক জানিয়েছেন, ‘‘৩৩ বছর বয়সে বিয়ে করব না আর কবে করব? আমি এখন-তখন ওত্তো বুঝি না। আমি জানি কোন সময়ে কোনটা করা উচিত। বাড়ির সবাই খুব খুশি আমাদের বিয়ে নিয়ে’’।

এতদিন বারবার সহ অভিনেত্রীদের সঙ্গে ঋত্বিকের প্রেমের চর্চা শোনা গিয়েছে। কখনও অন্বেষা হাজরা, কখনও শ্রীতমা মিত্র, সিরিয়াল অভিনেত্রীদের সঙ্গে বারবার জড়িয়েছে ঋত্বিকের নাম। কিন্তু প্রত্যেকবারই সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা। এখন তিনি চান এসব জল্পনা যেন বন্ধ হয় এবার। আপাতত একদিনের ছুটি পেয়ে রেজিস্ট্রিটা সেরে রাখলেন অভিনেতা। কিছুদিন পর সামাজিক বিয়ের পরিকল্পনা করবেন তিনি এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন : জি বাংলার ‘ডায়মন্ড দিদি’ আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়

Writwik Mukherjee

আরও পড়ুন : সোহিনী সেনগুপ্তের প্রথম স্বামী কে?

বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ ঋত্বিক চক্রবর্তী। জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ দিয়েই শুরু হয় তার পথ চলা। অবশ্য এর আগে থিয়েটারে অভিনয় করতেন ঋত্বিক। বর্তমানে সিরিয়ালে অভিনয়ের সুবাদে সোশ্যাল মিডিয়াতে দারুণ ফ্যানবেস তৈরি হয়েছে তার। বিশেষ করে মহিলাদের মধ্যে। কিন্তু মহিলা ফ্যানদের মন ভেঙে আইনি দিয়ে এবং আংটি বদল সেরেই নিলেন অভিনেতা।