কেন আজীবন বিয়ে না করার কঠিন সিদ্ধান্ত নিলেন মুকেশ খান্না?

মহাভারতের ভীষ্মের মতই কঠিন প্রতিজ্ঞা তারও। পর্দায় যেমন চিরকুমার থাকার প্রতিজ্ঞা করেছিলেন, বাস্তবেও কোনদিনও বিয়ে করেননি মুকেশ খান্না (Mukesh Khanna)। দূরদর্শনের শক্তিমান, মহাভারতের পিতামহ ভীষ্ম চরিত্রের জন্য তিনি ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। কোনও তারকার তুলনায় কম নয় তার সম্পত্তির পরিমাণ। অথচ ৬৬ বছর বয়সেও অবিবাহিত মুকেশ খান্না। কিন্তু কেন তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিলেন? এর পেছনে রয়েছে কোন কারণ?

৯০ এর দশকে একাধিক টিভি শো থেকে মুকেশ খান্নার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। বলিউডেও ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু তার একটি বিজ্ঞাপন দেখে খোদ অমিতাভ বচ্চন বলেন মুকেশ নাকি তাকে নকল করছেন। ব্যাস, এতেই ডুবে যায় মুকেশ খান্নার বলিউড কেরিয়ার। ৪০ বছর তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তবুও পাননি তার যোগ্য মর্যাদা। মুকেশ খান্না বরাবরই স্পষ্ট বক্তা। বিভিন্ন ক্ষেত্রে তার চাঁচাছোলা মন্তব্য মন্তব্য নিয়ে অনেক হইচই হয়েছে বারবার। অনেকে তাকে মহিলা বিদ্বেষীও বলেন।

Mukesh Khanna

বহু বছর আগে একবার একটি সাক্ষাৎকারে মুকেশ খান্নাকে জানতে চাওয়া হয় কেন তিনি বিয়ে করলেন না? এতে অভিনেতার জবাব ছিল বিয়ের পর মহিলারা যেভাবে স্বামীর উপর নির্ভরশীল হয়ে জীবন কাটান সেটা তার পছন্দ নয়। তার এই বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সেই সময়। এতদিন বাদে সম্প্রতি আবারও তিনি এই নিয়ে মুখ খোলেন।

মুকেশ বিশ্বাস করেন বিয়ে হল দুটি আত্মার মিলন। তেমন মনের মানুষ তিনি তার জীবনে খুঁজে পাননি। বিয়ের সংস্কৃতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “অনেকে তো বিশ্বাস করে যে আপনার যত বেশি গার্লফ্রেন্ড আছে আপনার পৌরুষ তত। আমি তা বিশ্বাস করি না। অনেকে বলেন স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বস্ত হওয়া উচিত। আমি বিশ্বাস করি স্বামীরও স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকা উচিত। তবে একটা কথা নিশ্চিত যে ভীষ্মের প্রতিজ্ঞা আমার বিয়ে বন্ধ করেনি।”

আরও পড়ুন : অভিনয়ের মুরোদ নেই! শুধু পাপারাজ্জিদের প্রচারেই টিকে আছেন এই বলিউড তারকারা

Why Mukesh Khanna Never Get Married

আরও পড়ুন : বলিউডের ষড়যন্ত্রেই কি শেষ হয়ে গেল শ্রদ্ধা কাপুরের কেরিয়ার? কেন এত কম কাজ করেন শ্রদ্ধা?

আসলে মুকেশ ভক্তদের দাবি ছিল মহাভারতের ভীষ্মের জীবন মুকেশ খান্নাকেও প্রভাবিত করেছিল। অনেকেই তার জীবনকে মহাকাব্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতেন। অবশেষে এরও জবাব দিলেন মুকেশ। এখন সেভাবে অভিনয় তিনি করেন না। সারা জীবনে তিনি ৬০ এর বেশি ছবিতে কাজ করেছিলেন। যার মধ্যে বেশিরভাগ ছিল ফ্লপ। তার নিজস্ব প্রোডাকশন হাউসের আওতায় তিনি ‘শক্তিমান’ তৈরি করেছিলেন। ৪ বছরে এই সিরিয়ালটি থেকে তিনি প্রচুর উপার্জন করেন। এছাড়া তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেখান থেকেও তিনি বেশ ভালো টাকা উপার্জন করেন। এখন তার মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকা।