সুপারস্টারের মেয়ে, অভিনয় গুণে নিজেও একজন সুপারস্টার। তবুও কেন অন্যান্য অভিনেত্রীদের মত নিয়মিত সিনেমা করেন না শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)? অথচ শ্রদ্ধা কাপুরের অভিনীত প্রত্যেকটা সিনেমাই সুপারহিট হয়। তবুও সালমান খান, শাহরুখ খান, আমির খানদের মত তারকাদের সঙ্গে কখনো অভিনয় করতে দেখা যায়নি তাকে। ভক্তরা বলেন স্টারকিড হয়েও ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার শ্রদ্ধা। সত্যিই কি তাই? বলিউড কি সত্যিই দমিয়ে রাখার চেষ্টা করে শ্রদ্ধাকে? নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ?
আশিকি, এক ভিলেন, স্ত্রী, বাগি থেকে শুরু করে হাফ গার্লফ্রেন্ড, হাসিনা পার্কার, ভেড়িয়া, তু ঝুটি ম্যায় মক্কার, ইত্যাদি প্রত্যেকটা সিনেমা থেকেই বেশ ভালো সাড়া পেয়েছেন শ্রদ্ধা কাপুর। বিশেষ করে স্ত্রী ২ এর সাফল্যের পর শ্রদ্ধাকে নিয়ে মাতামাতি ছিল দেখার মত। বক্স অফিসে রমরমিয়ে চলেছে এই সিনেমা। কিন্তু এরপরেও শ্রদ্ধাকে নিয়মিত পর্দায় দেখা যায় না। এত জনপ্রিয়তা এবং ফ্যানবেস থাকা সত্ত্বেও শ্রদ্ধা কেন বলিউডে বেশি কাজ করেন না তার পেছনে রয়েছে রহস্য।
শ্রদ্ধার ভক্তদের দাবি, বলিউডে শ্রদ্ধাকে কোণঠাসা করে রাখার ভরপুর চেষ্টা হয়। আসলে তিনি আর পাঁচজন তারকাদের মত নন। তিনি কোনও লবি মেনে চলেন না। তাকে বলিউডের কোনও পার্টিতে দেখা যায় না। কাজ পাওয়ার জন্য তিনি কোনও লবি মেনে চলেন না। আর এই কারণেই নাকি বলিউড তারকাদের মধ্যে অনেকে শ্রদ্ধাকে সহ্য করতে পারেন না।
শ্রদ্ধা কাপুর এমন একজন অভিনেত্রী জিনিস তারকা সন্তান হওয়া সত্বেও খুবই সাধারণ থাকতে পছন্দ করেন। স্ত্রী ২ এর সাফল্যের পর সম্প্রতি একটি চ্যাট সেশনে অংশ নিয়েছিলেন শ্রদ্ধা। তাতে তার ভক্তরা তাকে এই প্রশ্নই করেছিলেন যে কেন তিনি নিয়মিত অভিনয় করেন না। যার জবাবে শ্রদ্ধা লেখেন, “পরপর ছবি করতেই হবে আমার এমন কোনও তাড়াহুড়ো নেই। যখন যেটা মনে হয় করি। হৃদয়ের কথা শুনে চলি।”
শ্রদ্ধা এখানেই তার মনের কথা তুলে ধরেন। জানান কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা। তিনি বহুবার ব্যর্থতা দেখেছেন। চূড়ান্ত হতাশার মধ্যেও দিন কাটিয়েছেন। বহু ছবিতে নায়িকা হিসেবে তাকে বেছে নেওয়ার পরেও শেষ মুহূর্তে ছেঁটে ফেলা হয়েছে। শাহরুখ, সালমান, আমিরের সঙ্গে কাজের সুযোগ যে তিনি একেবারেই পাননি তা নয়। কিন্তু অনেক সময় এমন ছবি প্রস্তাব তার কাছে এসেছে যেগুলো তার মনে ধরেনি। আর শ্রদ্ধা বরাবরই খুব বেছে বেছে ছবি করেন। চরিত্র পছন্দ না হলে তিনি যত বড় তারকাই থাকুন না কেন কাজ করেন না। তার কথায়, “অনেকসময় এমন ছবিতে কাজ করার প্রস্তাব আসে যে প্রস্তাবিত চরিত্র মনে ধরে না। মনে হয়, এই চরিত্রে অভিনয় করে শিল্পী হিসাবে তৃপ্ত হব না। তাই সেইসব চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিই। আমি কী ধরনের কাজ করব, সেটা আমি খুব ভেবেচিন্তে নির্বাচন করি।”
আরও পড়ুন : বাঙালি হয়ে বাঙালিরই ক্ষতি করেছেন! এই কারণে জয়া ভাদুড়িকে সহ্য করতে পারেন না মৌসুমী চ্যাটার্জী
আরও পড়ুন : চাকরি ছেড়ে অভিনয়! বডিবিল্ডার থেকে কীভাবে কমেডিয়ান হলেন রবি ঘোষ?
শ্রদ্ধা স্পষ্ট করেই বলেন, “আমি ভাল ছবির অংশ হতে চাই। এমন ধরনের সব ছবিতে অভিনয় করতে চাই যেখানে জমাটি গল্প রয়েছে, দর্শক একমনে সেই গল্প বলা শুনবে…দেখবে, পছন্দ করবে। এবং ভাল ভাল পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। মোট কথা, ভাল কাজ করতে চাই, ব্যস! আর এই সব উপকরণের পাশাপাশি যদি বড় তারকাদের সঙ্গও পাওয়া যায় ছবিতে, তবে আমার কোনও আপত্তি থাকবে না। এটুকুই।”