টলিউডের (Tollywood) মিষ্টি দম্পতি অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। একইসঙ্গে অনেকে তাদের পাওয়ার কাপলও বলেন। প্রথম বিয়ে ভাঙার পর ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে করেন সোহিনী। দেখতে দেখতে দাম্পত্যের ১১টা বছর কাটিয়ে দিলেন তারা। কে ছিলেন সোহিনীর প্রথম স্বামী? কেনই বা ভেঙ্গেছিল তাদের সম্পর্ক? সোহিনীর প্রথম স্বামীও কিন্তু সিনেমা জগতেরই মানুষ। দাপুটে অভিনেতা তিনি।
বিশিষ্ট থিয়েটার শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং স্বাতীলেখা সেনগুপ্তের কন্যা সোহিনী বিয়ে করেছিলেন অভিনেতা তথা নাট্যকার গৌতম হালদারকে (Goutam Halder)। গৌতম হালদার জনপ্রিয় থিয়েটার আর্টিস্ট। একইসঙ্গে বিভিন্ন সময় সিরিয়ালেও দর্শকরা দেখেছেন তার অভিনয়। তবে তিনি থিয়েটার করেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন। শুধু বাংলা নয় দেশে-বিদেশে ঘুরে ঘুরে থিয়েটার করে গৌতম হালদার।
সোহিনী নিজেও থিয়েটার দুনিয়ার মানুষ। তার বাবা ও মা নান্দীকার থিয়েটার দলের সঙ্গে যুক্ত ছিলেন। এই দলেই অভিনয় করতেন সোহিনী। গৌতম হালদারও তার অভিনয় জীবন শুরু করেছিলেন নান্দীকারের হাত ধরেই। অভিনয় সূত্রেই দুজনের আলাপ হয়। তারপর প্রেম, পরিশেষে বিয়ে। কিন্তু এই বিয়ের শেষটা সুখের হয়নি। বিভিন্ন কারণে ২০০৬ সালে তাদের ডিভোর্স হয়। এরপর আর নতুন করে সংসার করার সাহস ছিল না সোহিনীর। কিন্তু সপ্তর্ষি তার ধারণা বদলে দেন।
থিয়েটারে অভিনয়ের সূত্রেই সপ্তর্ষি এবং সোহিনীর আলাপ হয়। তিন মাস প্রেমের পর তারা বিয়ে করে নেন। সপ্তর্ষি তাকে আবার নতুন করে সংসার করার সাহস যুগিয়েছিলেন। এই বিয়েতে খুবই সুখী দুজনে। সোহিনী এখন মনে করেন একে অপরকে ঘৃণা করেও একসঙ্গে থাকার মানে হয় না। ব্যর্থ বিয়ে টিকিয়ে রাখার থেকে বেরিয়ে আসাই ভালো। আজ সপ্তর্ষি এবং সোহিনী দুজনেই সুখী তাদের নতুন জীবনে।
আরও পড়ুন : শুরুর আগেই ফাঁস প্রথম পর্ব! দেখুন ‘কেমন হলো মিত্তির বাড়ি’র প্রথম পর্ব
আরও পড়ুন : কবে কোন সময়ে আসছে গৃহপ্রবেশ? দেখুন স্টার জলসার নতুন সিরিয়ালের টাইম স্লট
দুজনের বয়সের তফাৎ নিয়ে অনেকেই কটাক্ষ করেন। তাদের উদ্দেশ্যে সোহিনীর জবাব, ‘‘আমি তো খুব ভালো আছি, আমার বরকে নিয়ে আমি ভালো আছি। নিজের সম্পর্ক নিয়ে আমি সিকিউর। আবার জন্ম নিলে ওকেই বিয়ে করতে চাই। ওই একমাত্র আমার জন্য ঠিক ঠিক। বাকি লোকেরা যা বলছে বলুক না, আমার কিচ্ছু যায় আসে না’’।