পূর্বজন্মে কে ছিলেন শাহরুখ খান? জ্যোতিষীর গণনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

পূর্বজন্মে কে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)? কী করতেন তিনি? গত জন্মেও কি অভিনয় দুনিয়ার মানুষ ছিলেন শাহরুখ? সম্প্রতি বলিউড বাদশার অতীত গণনা করেছেন এক জ্যোতিষী। তাতে তিনি যে দাবি করেছেন শুনে চমকে যাচ্ছেন সকলে। অবশেষে প্রকাশ্যে এল গত জন্মে শাহরুখ খানের পরিচয়।

হিন্দু ধর্মে পূর্বজন্ম, পরজন্মের ধারণা রয়েছে। বলা হয় প্রতিটা মানুষেরই পূর্ব জন্ম এবং পরজন্ম থাকে। জ্যোতিষীরা এর আগেও বহুবার শাহরুখের ভাগ্য গণনা করেছেন। একেবারে জিরো থেকে হিরো হয়েছেন শাহরুখ খান। জ্যোতিষ শাস্ত্র মতে শাহরুখের কুণ্ডলীতেই ছিল সেই যোগ। সুপারস্টার হওয়ার ভাগ্য নিয়েই জন্মেছিলেন তিনি। তবে গত জন্মেও তিনি অভিনেতা ছিলেন। পার্থক্য শুধু এটাই, তিনি ছিলেন নারী শরীরে।

Shah Rukh Khan

সম্প্রতি এক জ্যোতিষী দাবি করেছেন তিনি শাহরুখের অতীত গণনা করেছেন। তার দাবি শাহরুখ খান পূর্বজন্মে নাকি একজন বাঙালি নায়িকা ছিলেন। তিনি কে ছিলেন সেই নামটিও বলেছেন ওই জ্যোতিষী। শাহরুখ খান নাকি ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেত্রী সাধনা বসু। তিনি নৃত্যশিল্পী হিসেবে দারুণ সুনাম অর্জন করেছিলেন।

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি যে রিল ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে ওই জ্যোতিষীকে বলতে শোনা যাচ্ছে, “শাহরুখ খান পূর্বজন্মে এক বাঙালি নায়িকা ছিলেন। আগের জন্মে বাঙালি অভিনেত্রী সাধনা বসু ছিলেন শাহরুখ। তিনি নৃত্যশিল্পী হিসাবে খুবই নাম করেছিলেন। তাই শাহরুখের সঙ্গে কলকাতার একটা নিবিড় যোগ রয়েছে।”

আরও পড়ুন : কেন নিজের দিদিকে লুকিয়ে রাখেন শাহরুখ খান? মান্নাতের আড়ালে লুকিয়ে কোন রহস্য?

sadhana bose

আরও পড়ুন : প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান! সালমানের পর এবার টার্গেট কিং খান?

তবে সত্যিই কি শাহরুখ খান গতজন্মে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন? যদি ইন্টারনেট ঘেঁটে দেখা যায় তাহলে কিন্তু এই দাবী সম্পূর্ণরূপে ভুল প্রমাণ হবে। শাহরুখ খানের জন্মের অনেক পরে মৃত্যু হয়েছিল সাধনা বসুর। শাহরুখের জন্ম হয় ১৯৬৫ সালে। আর সাধনা বসুর মৃত্যু হয় ১৯৭৩ সালে। অর্থাৎ শাহরুখের বয়স যখন ৮ বছর তখন সাধনার মৃত্যু হয়েছে। কাজেই শাহরুখের পূর্বজন্মের এই তথ্য কোনওভাবেই যুক্তিযুক্ত লাগছে না নেটিজেনদের কাছে।