‘কাল হো না হো’, ‘কুছ কুছ হোতা হে’ থেকে শুরু করে ‘পাঠান’, ‘জওয়ান’, বলিউড অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রায় ১০০ টির উপর হিট ছবির নাম ভক্তদের মুখে মুখে ফেরে। কিন্তু জানেন কি শাহরুখের কেরিয়ারে এমন বেশ কিছু ছবি আছে যেগুলোর নাম কেউ জানেনই না। বক্স অফিসে সুপার ফ্লপ হয়েছিল সেসব ছবি। অনেকেই তাই মনে রাখেননি শাহরুখের এই ৭ সিনেমার নাম। এর মধ্যে আছে,
ইন উইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস (In Which Annie Gives It Those Ones) : ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায় এই সিনেমার স্ক্রিনপ্লে লিখেছিলেন। ছবিটির পরিচালনা করেছিলেন প্রদীপ কৃষ্ণণ। এখানে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেয়েছিলেন শাহরুখ। এক কলেজ ছাত্রের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। যদিও সিনেমাটি একদমই চলেনি।
ইডিয়ট (Idiot) : ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের আরেকটি ফ্লপ সিনেমা। মণি কৌলের পরিচালনায় এই সিনেমায় পরব রাজগুরুর চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এই সিনেমার আরেক নাম আহাম্মক। এই সিরিজটিকে দূরদর্শনের জন্য বানানো হয়েছিল। পরে তা বড়পর্দায় মুক্তি পায়।
মায়া মেমসাব (Maya Memsaab) : ১৯৯৩ সালে শাহরুখ খানের এই সিনেমাটি মুক্তি পায়। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন দীপা শাহি। কেতন মেহতা এই সিনেমাতে দুজনের বেশ কিছু সাহসী দৃশ্য ছিল। যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল সেই সময়। এখন আর কোনও ওটিটি প্লাটফর্মে এই সিনেমাটিকে পাওয়া যায় না।
ওহ ডার্লিং ইয়ে হে ইন্ডিয়া (Oh Darling Yeh Hai India) : ১৯৯৫ সালে দীপা শাহি এবং শাহরুখকে নিয়ে আবারও আরেকটি সিনেমা বানান কেতন মেহতা। এই সিনেমাতে জাভেদ জাফরি, অনুপম খের, কাদের খান, অমরেশ পুরীরা অভিনয় করেছিলেন। কিন্তু বক্স অফিসে একেবারেই ভালো ফল করতে পারেনি এই সিনেমা। কয়েক মাসের মধ্যেই শাহরুখ ভক্তদের মন থেকেও এই সিনেমার নাম মুছে যায়।
জামানা দিওয়ানা (Zamaana Deewana) : ১৯৯৫ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান এবং রবীনা ট্যান্ডনের জুটির এই সিনেমাটিও দর্শকদের মনে ধরেনি। এই সিনেমাতে জিতেন্দ্র, শত্রুঘ্ন, অনুপম খেরদের মত তারকারাও ছিলেন। তবুও সিনেমাটি ফ্লপ হয়েছিল।
চাহাত (Chaahat) : শাহরুখ খান এবং পূজা ভাটের জুটির এই সিনেমাটিও শাহরুখের কেরিয়ারের ফ্লপ সিনেমার তালিকায় আছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ‘চাহাত’ গানটি কিছুটা জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু এই সিনেমাও দর্শকরা কিছুদিনের মধ্যেই ভুলে গিয়েছিলেন।
আরও পড়ুন : শাহরুখের ৫ টি সিনেমা থেকে বাদ! কেন ঐশ্বর্যের সঙ্গে কাজ করতে চাইতেন না শাহরুখ?
আরও পড়ুন : চাকরি ছেড়ে বলি তারকাদের ম্যানেজারি! কত টাকা বেতন পান শাহরুখ খানের ম্যানেজার?
ইয়ে লমহে জুদাই কে (Yeh Lamhe Judaai Ke) : ১৯৯৪ সালে শাহরুখ খান এবং রবীনা ট্যান্ডনের এই সিনেমার শুটিং হয়ে গিয়েছিল। কিন্তু একাধিক জটিলতার কারণে সিনেমাটি মুক্তি পেতে ১০ বছর পেরিয়ে যায়। ২০০৪ সালে যখন শাহরুখ-রবীনার এই সিনেমা বড় পর্দায় মুক্তি পায় তখন তা ব্যর্থ হয়েছিল চূড়ান্তভাবে। এই সিনেমার পর শাহরুখ এবং রবীনা একসঙ্গে আর কখনও অভিনয় করেননি।