মাত্র ৩ মাসেই বন্ধের মুখে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এই সিরিয়াল। টিআরপির অভাবে রেখেই শেষ হয়ে যাচ্ছে ‘কাজল নদীর জলে’ (Kajol Nodir Jole)। অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরুনিমা হালদার এবং মৈনাক ভৌমিকের এই সিরিয়াল একেবারেই চলল না। না কোনও উড়ো খবর একেবারেই নয়। খোদ গল্পের নায়ক মৈনাকই সিরিয়াল বন্ধের খবরে সিলমোহর দিয়েছেন।
মাস তিনেক আগেই ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল এই নতুন সিরিয়াল। গল্পে একে একে পরকীয়া, গার্হস্থ্য হিংসার মত বিষয় দেখানো হয়েছে। তবে দুপুরের স্লটে শুরু হওয়াতে প্রথম থেকেই পিছিয়ে ছিল ‘কাজল নদীর জলে’। জি বাংলা এই নতুন সিরিয়াল টি তে দুপুরের আনপ্রাইম স্লটে দিয়ে কার্যত শুরুতেই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। দুপুরে সেভাবে দর্শকদের থেকে সাড়াও পেল না এই সিরিয়াল। বিপরীতে স্টার জলসার পুরানো সিরিয়াল ‘বধূবরণ’ রীতিমত ছক্কা হাঁকাচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অরুনিমা এবং অনিন্দ্যের সঙ্গে শুটিংয়ের সময় তোলা কিছু ছবি শেয়ার করেন মৈনাক। দুঃখ প্রকাশ করে অভিনেতা লিখেছেন, “আজ শেষ দিন। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি। কিন্তু সবকিছু তো আর আমাদের হাতে থাকে না। এই কদিন আপনাদের থেকে ভালোবাসা পেয়েছি সেটা আমাদের সম্পদ হয়ে থাকবে। সকলে ভালো থাকবেন।”
অভিনেতার এই পোস্ট থেকেই স্পষ্ট যে ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। এখনও এই মেগার ৮০টা এপিসোডের সম্প্রচার হয়নি। এর আগেও অল্প সময়ের মধ্যে একাধিক সিরিয়াল বন্ধ হতে দেখা গিয়েছে। দু-তিন মাসের মধ্যে টিআরপি না তুলতে পারলে সেই সিরিয়াল আর এগিয়ে নিয়ে যাওয়া হয় না এখন। ‘কাজল নদীর জলে’ও সেই দলে পড়ে গেল।
আরও পড়ুন : মিঠাইয়ের পর আসছে আদৃতের নতুন সিরিয়াল! দেখুন প্রোমো
View this post on Instagram
আরও পড়ুন : পরিণীতার জন্য বন্ধ হবে জগদ্ধাত্রী? বড় আপডেট দিলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভু
আপাতত অনুমান করা হচ্ছে সন্ধে ৬.০০টার স্লট থেকে ‘পুবের ময়না’কেও সরানো হবে। সেই জায়গাতে সরিয়ে দেওয়া হতে পারে ‘নিম ফুলের মধু’কে। এই মুহূর্তে জি বাংলার হাতে রয়েছে দু-দুটি নতুন সিরিয়াল, ‘পরিণীতা’ এবং ‘মিত্তির বাড়ি’। অতএব টিআরপিতে পিছিয়ে থাকা সিরিয়ালগুলোকে সরিয়ে সেই জায়গাতে নতুন সিরিয়াল আনা হবে তা নিশ্চিত।