পক্ষাঘাতে বেঁকে গিয়েছে মুখ! সুন্দরী হওয়ার অপারেশন করিয়ে বিপাকে আলিয়া

দাঁত কেটে সোজা আর ঠোঁট কেটে মোটা, আরও বেশি সুন্দরী হওয়ার অসীম লড়াইতে এখন সামিল বলিউডের প্রায় সব নায়িকা। তবে এই ট্রেন্ডে সামিল হতে গিয়েই বিপাকে পড়লেন আলিয়া ভাট (Alia Bhatt)। বোটক্স করাতে গিয়ে মুখটাই বেঁকিয়ে ফেললেন আলিয়া। তার নতুন চেহারা দেখে চমকে উঠছেন সকলে।

প্লাস্টিক সার্জারি, বোটস্ক, লিপ ফিলার ইত্যাদির প্রচলন এখন বলিউডের ঘরে ঘরে। এমনটা করতে গিয়ে চেহারার বারোটাও বাজিয়ে ফেলছেন বহু তারকা। টলিউড থেকে বলিউড, নায়ক এবং নায়িকারা বয়সের ছাপ প্রতিহত করতে বোটক্স করাচ্ছেন। তবে বোটক্সের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই সাংঘাতিক। ফেসিয়াল এস্থেটিক্স বিশেষজ্ঞ ডাক্তার সাই গণপতি সম্প্রতি আলিয়া ভাটের সার্জারি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে একটি ভিডিও করেন। তাতে দেখা যাচ্ছে হাসতে গিয়ে আলিয়ার মুখ বেঁকে যাচ্ছে। বোটক্সের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই নাকি আলিয়ার মুখের ডান দিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন ওই ডাক্তার।

Alia Bhatt

ওই ডাক্তারের কথায় বোটক্স করানোর প্রক্রিয়াতে কিছু ভুল হওয়াতে আলিয়ার চেহারা এরকম বিগড়ে গিয়েছে। সার্জারি চলার সময় পেশেন্ট যদি মুভমেন্ট করেন তাহলে বোটক্স রিসোরিয়াস পেশির দিকে স্থানান্তরিত হয়ে যায়। এতে হাসতে গেলে ঠোঁট একদিকে কাত হয়ে যায়। যেমনটা ঘটছে আলিয়ার সঙ্গে। আলিয়াকে নিয়ে তিনি উদ্বিগ্ন। আর সেই কারণেই সতর্কতামূলক প্রচারের উদ্দেশ্যে তিনি ভিডিও বানিয়েছিলেন আলিয়ার উপর।

ডাক্তার সাই গণপতি এও বলেছেন আলিয়ার মত পাবলিক ফিগারদের সার্জারির দাবি প্রকাশ্যে আনার মধ্যে তার কোনও পাবলিসিটি স্টান্ট ছিল না। তিনি আসলে সাধারণ মানুষকে সাবধান করতে চেয়েছিলেন। কারণ সেলিব্রিটিদের বোটক্স করাতে দেখলে স্বাভাবিকভাবেই কিছু মানুষ অন্ধভাবে তাদের অনুসরণ করবেন। তাদের জেনে রাখা দরকার প্রক্রিয়া চলাকালীন ছোট ছোট কিছু ভুলের কারণে চেহারা সুন্দর হওয়ার বদলে আরও বিগড়ে যেতে পারে।

Alia Bhatt

যদিও আলিয়া কিন্তু ডাক্তারের দাবি মানতে নারাজ। তিনি পাল্টা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই দাবীকে সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। তবে সাই কিন্তু নিজের দাবিতে অনড়। তিনি স্পষ্ট দাবি করেছেন আলিয়ার ভিডিও দেখে তার মনে হয়েছে তিনি বোটক্স করিয়েছেন এবং প্রক্রিয়াগত ত্রুটির কারণে তার চেহারা এমন হয়ে গিয়েছে।

আরও পড়ুন : বোনে-বোনে বনিবনা নেই! কেন রানী মুখার্জিকে সহ্য করতে পারতেন না কাজল?

Alia Bhatt

আরও পড়ুন : মহেশ ও পূজা ভাটের মেয়ে আলিয়া? বাবার ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন আলিয়া

বোটক্সের মত চিকিৎসা প্রধানত এসেছে আমেরিকা থেকে। হলিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের চিকিৎসার খুবই প্রচলন আছে। সাউথ কোরিয়াতেও সুন্দর হওয়ার জন্য নানা ট্রিটমেন্ট ফলো করা হয়। ভারতেও বোটক্সের প্রচলন শুরু হয়েছে এক দশক আগে। তারকাদের পাশাপাশি সাধারণ মানুষেরাও আকছার এই ট্রিটমেন্ট নিচ্ছেন। অপেশাদার ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে গিয়ে অনেকের ক্ষতিও হয়েছে।